ভোটমুখী তৎপরতা বিজেপির

এই খবর শেয়ার করুন (Share this news)

বিজেপির তিন নির্বাচন প্রভারীর তত্ত্বাবধানে বিধানসভাভিত্তিক কর্মসূচি শুরু করে দিয়েছে শাসক দল । প্রতিটি বিধানসভার সাংগঠনিক কাঠামো অনুসরণ করে সুনির্দিষ্ট কৌশল নিচ্ছে পদ্মশিবির । আগরতলার দুটি কেন্দ্রভিত্তিক সুনির্দিষ্ট পরিকল্পনার পর শুক্রবার যুবরাজনগর বিধানসভাভিত্তিক পর্যালোচনা বৈঠক হয়েছে বিজেপির । শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র পৌরোহিত্যে ওই সভা হয় । যাতে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত বিজেপির অন্য দুই প্রভারী সহ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সাধারণ সম্পাদক ফণীন্দ্ৰ নাথ শর্মাও ছিলেন । যুবরাজনগর বিধানসভা কেন্দ্রটি বিরোধী দলীয় বিধায়ক সিপিএমের দখলেই ছিল । স্থানীয় বিধায়কের মৃত্যুর পরই ওই আসন খালি হয় । যার প্রেক্ষিতে ওই আসনে সিপিএমকেই প্রধান প্রতিপক্ষ হিসাবে দেখছে পদ্মশিবির । সে অনুসারেই নেওয়া হচ্ছে রণকৌশল । বিজেপি সূত্রে জানা গেছে , সুরমা , যুবরাজনগর উভয় আসনে জনজাতি , সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারের সংখ্যাও উল্লেখনীয় । এই বিষয়টি সামনে রেখেও ভোট কৌশল সাজানো হচ্ছে ।জনজাতি এবং সংখ্যালঘু নেতাদের উপর এক্ষেত্রে বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে । প্রতিটি ঘরে ঘরে গিয়ে জনসংযোগ কর্মসূচিতেও জোর দেওয়া ।

আগরতলার দুটি কেন্দ্রের জন্য মন্ত্রী , বিধায়ক এবং কর্পোরেটরদের বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে । এ দিন প্রদেশ বিজেপি কার্যালয়ে আগরতলা পুর নিগমের সব কর্পোরেটরদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা । বৈঠকে এএমসির মেয়র দীপক মজুমদারও ছিলেন । এ দিনের বৈঠকে কর্পোরেটরদের ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা । প্রতিটি বুথে জনসংযোগ কর্মসূচিকে শক্তিশালী এবং সক্রিয় করতেও তিনি গুরুত্বারোপ করেছেন । যতদূর জানা গেছে , বড়দোয়ালী এবং আগরতলা বিধানসভা কেন্দ্রে এএমসির চৌদ্দটি ওয়ার্ড রয়েছে। প্রতিটি ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলারদের দায়িত্ব রয়েছে । সেই সাথে প্রতিটি ওয়ার্ডে আরও দুই থেকে তিনজনকেও দায়িত্ব দেওয়া হতে পারে । জনসংযোগ কর্মসূচিকে সুষ্ঠু ও সক্রিয়ভাবে পরিচালনার লক্ষ্যেই শাসক দল একঝাঁক নেতাদের বুথ এবং শক্তি কেন্দ্রগুলির দায়িত্বে আনছেন । মনোনয়নপত্র জমা দেওয়ার পরই পুরোদমে তাদের কাজ শুরু হয়ে যাবে ।

Dainik Digital

Recent Posts

আলু, ধান, সবজির সাথে ডাল চাষেও এগোচ্ছে ত্রিপুরা : রতন!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য এবার ধান ও সবজির পাশাপাশি ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে…

8 hours ago

চটকলের আখ্যান!!

সর্বস্বান্ত গফুর, গ্রাম ছেড়ে মেয়ে আমিনার হাত ধরে ফুলবেড়ের সর্বমা চটকলের দিকে পা বাড়িয়েছিল বাঁচার…

9 hours ago

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

1 day ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

1 day ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

2 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

2 days ago