ভোটারদের সচেতন করতে রাস্তায় আলপনা!
অনলাইন প্রতিনিধি :-আসন্ন লোকসভা নির্বাচন সহ ত্রিপুরার একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচন দপ্তর ও পশ্চিম জেলার জেলাশাসকের উদ্যোগে ভোটারদের আরো বেশি মাত্রায় ভোট কেন্দ্রে আনার জন্য এক আলপনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ডি এম অফিস চত্ত্বরে।
এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে
রাস্তায় প্রতীকি আলপনা করে শিল্পীরা।
অভিনব কায়দায় আলপনা ও বিভিন্ন ছবির মাধ্যমে ভোটদান যে প্রত্যেকটা নাগরিকের কর্তব্য তা ফুটিয়ে তুলেন শিল্পীরা। পশ্চিম জেলার জেলাশাসক কার্যালয় ও নির্বাচন দপ্তরের সামনে রাস্তার এই আলপনা করা হয় এবং বার্তা দেওয়া হয় সবাই যেন ভোট দানে অংশগ্রহণ করে।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগরওয়াল ও পশ্চিম জেলার রিটার্নিং অফিসার বিশাল কুমার সহ অন্যান্যরা।