ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!
ভোটের প্রাক্কালে আগ্নেয়াস্ত্র সহ আটক এক যুবক!!

মঙ্গলবার সন্ধ্যায় এয়ারপোর্ট থানা কর্মীদের দ্বারা যৌথভাবে ছিনাইহানিতে নাকা চেকিংয়ের সময়, সিকিম সশস্ত্র পুলিশ, টিএসআর এবং এসএসটি দল গান্ধীগ্রামের বিমান দাস নামে এক যুবককে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে দুটি ম্যাগাজিন, ৪৬ রাউন্ড (৭.৬২ মিমি) সহ একটি পিস্তল আটক করে। পাশাপাশি দুটি গাড়িও জব্দ করা হয়েছে তার কাছ থেকে।
