ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!
ভোটের মুখে বিজেপিতে সামিল সুবল, মবস্বর!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। ভোটের মুখে বামফ্রন্টকে জোর ধাক্কা দিয়ে বিজেপি দলে সামিল হলেন কৈলাসহর কেন্দ্রের সিপিআইএম বিধায়ক মবস্বর আলী। একই দিনে বিজেপি দলে সামিল হলেন রাজ্য তৃণমূলের প্রাক্তন সভাপতি সুবল ভৌমিক। দুই জনই শুক্রবার দিল্লিতে বিজেপি প্রধান কার্যালয়ে গেরুয়া দলে সামিল হয়েছেন। তাদেরকে বিজেপিতে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং বিজেপির উত্তর পূর্বের সাংগঠনিক কো-অর্ডিনেটর সম্বিত পাত্রা। সুবল ভৌমিক এই নিয়ে একাধিক বার দল পরিবর্তন করেছেন। ফলে তার দল পরিবর্তন নিয়ে সাধারণ মানুষের মধ্যে তেমন কোনও হেলদোল নেই। তবে বাম বিধায়কের সরাসরি বিজেপিতে যোগদানকে রাজনৈতিক মহল বেশ তাৎপর্য পূর্ণ বলে মনে করছে।
