ভোটের মুখে মথা-কংগ্রেসের বৈঠক ঘিরে রাজ্যজুড়ে গুঞ্জন!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:-আরও একবার চাপের রাজনীতি শুরু হলো রাজ্য রাজনীতিতে। বিগত বিধানসভা নির্বাচন ছাড়াও শাসক বিজেপিকে চাপে ফেলতে এমন একাধিকবারই বিরোধী শক্তিগুলিকে একে অপরের সাথে কাঁধে কাঁধ মেলাতে দেখা গিয়েছে।কখনও প্রকাশ্যে,কখনও ছায়াসঙ্গী হয়ে।শুক্রবার এমনই এক ছবি আরও একবার দেখা গেলো রাজ্য বিধানসভা চত্বরে।বিরোধী সিপিএমকে এক্ষেত্রে দেখা না গেলেও বেশ কিছুক্ষণ সময় রুদ্ধদ্বার বৈঠকে এদিন বিরোধী দলনেতার কক্ষে দেখা গিয়েছে টিটিএএডিসির প্ল্যানিং কমিটির চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মণ সহ পিসিসি সভাপতি এবং বিধায়ক সুদীপ রায় বর্মণকে।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে এদিন সন্ধ্যারাতে কী এমন আলোচনা হলো বৈঠকে?বৈঠকশেষে খোলসা করে তেমন কিছুই জানা যায়নি।তবে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বললেন, রাজ্যে জনজাতিদের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যেসব দিক থেকে উদ্যোগ নিয়েছিলেন মূলত এসব দিক নিয়েই আরও একবার আলোচনা হয় তাদের সাথে।তিনি জানান, শনিবারই পিসিসি সভাপতি দিল্লীতে গিয়ে শীর্ষ নেতৃত্বদের সাথে এ ব্যাপারে আলোচনা করবেন। আসন সমঝোতা কিংবা অ্যালায়েন্স নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা এ নিয়ে অবশ্য কিছুই বললেন না বিরোধী দলনেতা।তবে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে এ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।
পিসিসি সভাপতি আশিস কুমার সাহা এদিন বৈঠকশেষে সাংবাদিকদের সামনে বলেন, রাজনৈতিক বিভিন্ন দিক নিয়েই আলোচনা হয়।ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতেও সহযোগিতা চাওয়া হয়।তার কথায়,বিজেপিকে পরাস্ত করতে যা যা করণীয় আমরা তার সবটাই করবো।তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণের সাথেও এদিন আলোচনা হয়। উভয়ের মধ্যে এদিন যেসব আলোচনা হয় আমরা তার সবটাই শনিবার দিল্লীতে গিয়ে স্ক্রিনিং কমিটির বৈঠকে তুলে ধরবো।বিধায়ক সুদীপ রায় বর্মণ বললেন, বামেদের সাথেও প্রাথমিকভাবে আলোচনা হয়েছে।তবে শাসক বিজেপি নির্বাচনের আগে তাদের যেসব প্রতিশ্রুতি দেয় এর ছিটেফোঁটাও পরিলক্ষিত হয়নি। আমরা তাদের এসব বিষয়ও গুরুত্ব সহকারে দেখছি।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

21 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

21 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

22 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

22 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

23 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

23 hours ago