অনলাইন প্রতিনিধি :-রাজনৈতিক নেতাদের চেহারা ঢাকা পড়বে সাদা কাপড়ে।সর্বদলীয় মিটিংয়ে সর্বসম্মতভাবে এমনই সিদ্ধান্ত হয়েছে। জানালেন শান্তিরবাজার মহকুমাশাসক তথা অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসার অভেদানন্দ বৈদ্য (এআরএ)।
লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার সাথে সাথে বলবৎ হয়েছে আদর্শ আচরণবিধি। সেই মোতাবেক নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে রাজনৈতিক নেতা-মন্ত্রীদের ছবি সংবলিত ফ্লেক্স, পোস্টার, ফেস্টুন ইত্যাদি অদৃষ্ট করে রাখতে হবে।ছবি দেখে ভোটাররা যাতে প্রভাবিত না হন তারজন্য এই নির্দেশ।
বিভিন্ন সরকারী প্রকল্প প্রচার, শুভেচ্ছা বার্তা, মিটিং ইত্যাদি কাজে রাজনৈতিক নেতা-মন্ত্রীদের ফ্লেক্স, পোস্টার, ফেস্টুন রাস্তার মোড়ে মোড়ে, হাটে-বাজারে, গ্রামে গ্রামে বৈদ্যুতিক খুঁটিতে, বাড়ির দেওয়ালে বা গাছে দেখতে পাওয়া যায়।বিগত নির্বাচনের আগে এইসব ছবিতে কালো রং লাগিয়ে মুছে দেওয়া হয়েছিল।এই নিয়ে আপত্তি ও বিতর্কের ঝড় উঠে।
শান্তিরবাজার মহকুমাশাসকের অফিসে আহূত সর্বদলীয় সভায় এআরও জানতে চান ছবি অদৃশ্য রাখার বিষয়ে সবার মতামত কী?কালো রং লাগানো বা ছবি অপসারণ করা- সহমত হননি অনেকে। কারণ এসব ফ্লেক্স পোস্টারে বহুস্থানে প্রধানমন্ত্রীর ছবিও রয়েছে।শেষে সবাই মত দেন সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হোক।নির্বাচন শেষ হলে খুলে নেওয়া হবে সাদা কাপড়ের পর্দা।
উল্লেখ্য, নির্বাচনি প্রচারে নেতা- মন্ত্রীদের ছবি প্রচার করা যাবে পোস্টারে- ব্যানারে-ফ্লেক্সে।তবে সেটা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের খরচ হিসাবে গণ্য হবে। প্রচারসজ্জাগুলি অপসারণ করার দায়িত্ব স্ব স্ব রাজনৈতিক দলগুলির। জানালেন এআরও শ্রীবৈদ্য। শান্তিরবাজার ও জোলাইবাড়ি – এ দুটি বিধানসভা নির্বাচন ক্ষেত্রের জন্য দুটি পৃথক সর্বদলীয় স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি রাজনৈতিক দলের দুইজন করে সদস্য থাকছে।যে কোন পরিস্থিতিতে প্রয়োজনে স্ট্যান্ডিং কমিটি বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে।তিনি বলেন, সব রাজনৈতিক দলকে সমান ভাবে সুযোগ দেওয়ার জন্য প্রশাসন এবং কমিশন বদ্ধপরিকর।মিছিল মিটিং-এর জন্য আটচল্লিশ ঘন্টা আগে আবেদন করতে হবে।রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত মাইক বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না।
অভেদানন্দ বৈদ্য জানান, গোটা মহকুমায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গৃহীত হয়েছে। চারটি স্থানে নাকা পয়েন্ট বসানো হয়েছে। আরও দুটি বসবে।পুলিশ, টিএসআর এবং আধাসেনা ফ্ল্যাগ মার্চ করছে নিয়মিত।
সর্বদলীয় মিটিং-এ জোলাইবাড়ির এআরও তথা অতিরিক্ত মহকুমাশাসক দেবজ্যোতি রায়, এসডিপিও সৌগত চাকমা সহ অন্যান্য আধাসেনা ও পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
অনলাইন প্রতিনিধি :-চার দিনের মাথায় আবারও ভূমিকম্প পাকিস্তানে।শুক্রবার রাত ঠিক ১টা ৪৪ মিনিট।আগের দিনের তুলনায়…
অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্য হলো ভারতীয় বিএসএফ জওয়ান মুরলী নায়েকের। অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা…
অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক পোস্টে দাবি করা হয়েছে পাকিস্তান ভারতে…
পহেলগাঁও হামলার প্রত্যাঘাত এতটা জোরালো এবং ভয়াবহ হতে পয়ল পারে সেটা নিশ্চয়ই পাকিস্তানের ভাবনার মধ্যেই…
অনলাইন প্রতিনিধি :-'বিজ্ঞান ও কৃষিরমেলবন্ধনই আগামী দিনের কৃষি উন্নয়নের চাবিকাঠি। কৃষকদের স্বনির্ভর করতে হলে এই…