ভোটে আদর্শ আচরণবিধি পর্দায় ঢাকবে নেতা-মন্ত্রী!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজনৈতিক নেতাদের চেহারা ঢাকা পড়বে সাদা কাপড়ে।সর্বদলীয় মিটিংয়ে সর্বসম্মতভাবে এমনই সিদ্ধান্ত হয়েছে। জানালেন শান্তিরবাজার মহকুমাশাসক তথা অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসার অভেদানন্দ বৈদ্য (এআরএ)।
লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার সাথে সাথে বলবৎ হয়েছে আদর্শ আচরণবিধি। সেই মোতাবেক নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে রাজনৈতিক নেতা-মন্ত্রীদের ছবি সংবলিত ফ্লেক্স, পোস্টার, ফেস্টুন ইত্যাদি অদৃষ্ট করে রাখতে হবে।ছবি দেখে ভোটাররা যাতে প্রভাবিত না হন তারজন্য এই নির্দেশ।
বিভিন্ন সরকারী প্রকল্প প্রচার, শুভেচ্ছা বার্তা, মিটিং ইত্যাদি কাজে রাজনৈতিক নেতা-মন্ত্রীদের ফ্লেক্স, পোস্টার, ফেস্টুন রাস্তার মোড়ে মোড়ে, হাটে-বাজারে, গ্রামে গ্রামে বৈদ্যুতিক খুঁটিতে, বাড়ির দেওয়ালে বা গাছে দেখতে পাওয়া যায়।বিগত নির্বাচনের আগে এইসব ছবিতে কালো রং লাগিয়ে মুছে দেওয়া হয়েছিল।এই নিয়ে আপত্তি ও বিতর্কের ঝড় উঠে।
শান্তিরবাজার মহকুমাশাসকের অফিসে আহূত সর্বদলীয় সভায় এআরও জানতে চান ছবি অদৃশ্য রাখার বিষয়ে সবার মতামত কী?কালো রং লাগানো বা ছবি অপসারণ করা- সহমত হননি অনেকে। কারণ এসব ফ্লেক্স পোস্টারে বহুস্থানে প্রধানমন্ত্রীর ছবিও রয়েছে।শেষে সবাই মত দেন সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হোক।নির্বাচন শেষ হলে খুলে নেওয়া হবে সাদা কাপড়ের পর্দা।
উল্লেখ্য, নির্বাচনি প্রচারে নেতা- মন্ত্রীদের ছবি প্রচার করা যাবে পোস্টারে- ব্যানারে-ফ্লেক্সে।তবে সেটা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের খরচ হিসাবে গণ্য হবে। প্রচারসজ্জাগুলি অপসারণ করার দায়িত্ব স্ব স্ব রাজনৈতিক দলগুলির। জানালেন এআরও শ্রীবৈদ্য। শান্তিরবাজার ও জোলাইবাড়ি – এ দুটি বিধানসভা নির্বাচন ক্ষেত্রের জন্য দুটি পৃথক সর্বদলীয় স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি রাজনৈতিক দলের দুইজন করে সদস্য থাকছে।যে কোন পরিস্থিতিতে প্রয়োজনে স্ট্যান্ডিং কমিটি বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে।তিনি বলেন, সব রাজনৈতিক দলকে সমান ভাবে সুযোগ দেওয়ার জন্য প্রশাসন এবং কমিশন বদ্ধপরিকর।মিছিল মিটিং-এর জন্য আটচল্লিশ ঘন্টা আগে আবেদন করতে হবে।রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত মাইক বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না।
অভেদানন্দ বৈদ্য জানান, গোটা মহকুমায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গৃহীত হয়েছে। চারটি স্থানে নাকা পয়েন্ট বসানো হয়েছে। আরও দুটি বসবে।পুলিশ, টিএসআর এবং আধাসেনা ফ্ল্যাগ মার্চ করছে নিয়মিত।

সর্বদলীয় মিটিং-এ জোলাইবাড়ির এআরও তথা অতিরিক্ত মহকুমাশাসক দেবজ্যোতি রায়, এসডিপিও সৌগত চাকমা সহ অন্যান্য আধাসেনা ও পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago