ভোট শেষ, কিন্তু রাস্তা সংস্কার হলো না!!

 ভোট শেষ, কিন্তু রাস্তা সংস্কার হলো না!!
এই খবর শেয়ার করুন (Share this news)

ভোট শেষ হয়ে গেলেও পাঁচ বছরে পাঁচ কিলোমিটার সড়কের সংস্কার করাতে পারলন না এলাকার বিধায়ক সহ শাসকদলের নেতৃত্বরা। সড়ক সংস্কারের দাবীতে সড়ক অবরোধ কারীদের দেওয়া প্রতিশ্রুতিও পূরণ করতে পারলেননা খোদ গোমতী জেলার জেলা শাসক। চার মাস অতিক্রান্ত হয়ে গেলেও বিধায়ক এবং জেলা শাসকের নির্দেশ কে কোন প্রকার গুরুত্বই দিলো না সংস্কার কাজে নিযুক্ত থাকা নির্মান সংস্হা। বিধায়ক এবং জেলাশাসকের নির্দেশ নির্মান সংস্থার কর্মকর্তাদের নিকট কলাপাতায় পর্যবাসিত হয়েছে।
অমরপুর-নূতনবাজার সড়কের অমরপুর ট্রাইজংসন থেকে দলুমা টিএসআর ক্যাম্পের নিচের স্টিল ব্রিজ পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের খুবই বেহাল অবস্থা।গত এক বছরের অধিক সময় যাবত ওই পাঁচ কিলোমিটার সড়ক দুর্ঘটনা প্রবন হয়ে মরণফাঁদে পরিনত হয়ে আছে। সংস্কারের কোন উদ্যোগ নেই।সীমাহীন দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা ও যানবাহন চালকরা। হেলদোল নেই নির্মান সংস্থা এনএইছআইডিসিএলের কর্মকর্তাদের। ফলে ক্ষুব্দ আপামর জনসাধারণ সহ যানবাহন চালকরা।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.