ভোট ৫ সেপ্টেম্বর, গণনা ৮ইধনপুর, বক্সনগরে উপনির্বাচন ঘোষণা।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- ২০২৩ রাজ্য বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ফের রাজ্যে নির্বাচনের ঘন্টা বেজে উঠেছে।ধনপুর এবং বক্সনগর এই দুটি বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন ৷ একই সাথে কমিশন ঝাড়খণ্ড, কেরালা, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড এই পাঁচটি রাজ্যের পাঁচ বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে।এর মধ্যে ত্রিপুরার দুটি নিয়ে মোট সাতটি বিধানসভার উপনির্বাচন হবে একই দিনে। কমিশনের ঘোষণা অনুযায়ী ভোট গ্রহণ হবে আগামী ৫ সেপ্টেম্বর। গণনা হবে ৮ সেপ্টেম্বর। নির্ঘন্ট অনুযায়ী ভোটের বিজ্ঞপ্তি জারি হবে আগামী ১০ আগষ্ট। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ আগষ্ট। মনোনয়ন পরীক্ষা ১৮ আগষ্ট। মনোয়ন প্রত্যাহারের শেষ দিন ২১ আগষ্ট। ভোটগ্রহণ ৫ সেপ্টেম্বর, গণনা ৮ সেপ্টেম্বর। ভোট প্রক্রিয়া শেষ হবে ১০ সেপ্টেম্বর। রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২৩ নং ধনপুর কেন্দ্রে জয়ী প্রার্থী বিজেপি দলের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি সাংসদ পদেই থেকে যান। স্বাভাবিকভাবেই শুরু থেকেই এই কেন্দ্রটি বিধায়কশূন্য থাকে।২০ নং বক্সনগর কেন্দ্রের বাম বিধায়ক শামসুল হক সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। ফলে এই কেন্দ্রটিও বিধায়কশূন্য হয়ে পড়ে। কিন্তু নির্বাচন কমিশন ৫ সেপ্টেম্বর ভোটের দিন ঘোষণা করায় এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। কেননা, ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। সারা দেশের সাথে রাজ্যেও নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।এদিকে, রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হতেই রাজ্য রাজনীতিতে তৎপরতা শুরু হয়ে গেছে। শাসকদল বিজেপি আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছে।এই উপনির্বাচন শাসকদলের কাছেও বড় চ্যালেঞ্জ। ধনপুর এবং বক্সনগর, এই দুটি কেন্দ্র বরাবরই বামেদের দুর্গ হিসেবে পরিচিত। ২০২৩ বিধানসভা
নির্বাচনে ধনপুর কেন্দ্রটি প্রথম বামেদের হাত থেকে ছিনিয়ে আনতে পেরেছেন বিজেপির হেভিওয়েট প্রার্থী প্রতিমা ভৌমিক। প্রতিমা দেবীর বাড়িও ধনপুরে। তাছাড়া ধনপুর কেন্দ্রে ২০২৩ নির্বাচনে তিপ্রা মথার প্রার্থী থাকায় শাসকদলের অনেকটা সুবিধা হয়েছে। এই সুবিধা এবার পদ্ম শিবির পাবে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিবর্তিত পরিস্থিতিতে তিপ্রা মথার শক্তি এখন অনেকটাই দুর্বল হয়ে গেছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে পদ্মশিবিরের প্রার্থী নির্বাচনের উপর জয়-পরাজয় অনেকটা নির্ভর করবে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত। দুর্বল এবং গ্রহণযোগ্য প্রার্থী না হলে সমস্যায় পড়তে হতে পারে। ফলে পদ্ম শিবিরকে অনেক ভাবনা চিন্তা করেই প্রার্থী নির্বাচন করতে হবে। ২০ নং বক্সনগর কেন্দ্রে ২০২৩ নির্বাচনে অপ্রাণ চেষ্টা করেও শাসক দল ওই কেন্দ্রে জয়ী হতে পারেনি।সংখ্যালঘু অধ্যুষিত বক্সনগর কেন্দ্রটি সিপিএম নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে।কিন্তু উপনির্বাচনে কী হবে বলা মুশকিল। অপরদিকে, ২০২৩ বিধানসভা নির্বাচনে সিপিএম এবং কংগ্রেস একজোট হয়ে লড়াই করেছিল।উপনির্বাচনেও ওই একই সমীকরণ বজায় থাকবে কি না তা এখনও স্পষ্ট হয়নি। ২০২৩ বিধানসভা নির্বাচনে কংগ্রেস ওই দুই কেন্দ্রে নিজেরা প্রার্থী দেয়নি। দুই কেন্দ্রেই তারা সিপিএম প্রার্থীকে সমর্থন করেছে। তবে উপনির্বাচনে কী হতে চলেছে তা আগামী দুই-তিন দিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে।

Dainik Digital

Recent Posts

জিবি হাসপাতালে ক্যান্টিন ভাড়ার ১ কোটি টাকা কোষাগারে জমা পড়েনি!!

অনলাইন প্রতিনিধি :-জিবি হাসপাতালে ক্যান্টিনের ঘর ভাড়া দিয়ে প্রায় এক কোটি টাকা না মিটিয়ে দিয়ে…

3 weeks ago

ধসে পড়া সুড়ঙ্গে ভেসে উঠল দ্বিতীয় মৃতদেহ!!

অনলাইন প্রতিনিধি :-৩০ দিন অতিক্রান্ত।কিন্তু তেলেঙ্গনার সেই সুড়ঙ্গ নিয়ে কাটছে না জট।তারই মধ্যে আবার সুড়ঙ্গ…

3 weeks ago

ডার্ক চকোলেট কি ডায়াবেটিসের ঝুঁকি কমায়?

ডায়াবেটিসকে বলা হয় মাদার অব ডিজিজ।কারণ এই রোগের হাত ধরে শরীরে আরও অনেক স্বাস্থ্য জটিলতা…

3 weeks ago

নতুন রেখাপাত!!

অবিভক্ত ভারতবর্ষে মোঘল সাম্রাজ্যের শাসনামলে যিনি সবচেয়ে অ প্রভাবশালী শাসক হিসাবে ইতিহাসে পরিচিতি পেয়েছিলেন তিনি…

3 weeks ago

বিধানসভায় নজিরবিহীন বাগ্বিতণ্ডা,দিশাহীন কসমেটিক লাগানো বাজেট, বিধানসভায় জিতেন্দ্র!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাজ্যবিধানসভায় আরও এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়ে রইলো।বাজেটের উপর সাধারণ আলোচনায় রাজ্য…

3 weeks ago

অপরাধ মামলা,বাড়ছে সাজার হার: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-২০২২ এবং ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বিভিন্ন অপরাধের মামলায় সাজার হার সুস্পষ্টভাবে…

3 weeks ago