ভয়ানক কান্ড!! বাড়িতে বোমা ফেটে আহত ছাত্র!!
অনলাইন প্রতিনিধি :-বাড়িতে পড়ে থাকা বোমা ফেটে গুরুতর আহত নবোদয়ের সপ্তম শ্রেণির এক ছাত্র। ঘটনা উদয়পুর দক্ষিণ চন্দ্রপুর এলাকায়। এলাকার বাসিন্দা বাবুল দেবনাথের পুত্র দেবাসন দেবনাথ গত ক’দিন আগে অসুস্থ হয়ে পড়ায় তাকে উদয়পুর বনদুয়ার জহর নবোদয় বিদ্যালয় থেকে বাড়িতে নিয়ে আসে। মঙ্গলবার দুপুরে দেবাসন বাড়িতে পড়ে থাকা বোমাকে বল মনে করে ধরে নাড়াচাড়া করতেই সেটি বিকট শব্দে ব্লাস্ট হয়। এতে দেবাসন গুরুতর ভাবে আহত হয়। তাঁর মুখ মন্ডল,পা সহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাঁকে সাথে সাথে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। দেবাসনের মা জানায়, শত্রুতা করে কেউ বাড়িতে বোমা রেখে দিয়ে গেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।