অনলাইন প্রতিনিধি :-রাজ্য স্বাস্থ্য পরিষেবার নমূনা দেখলে এমনিতেই মাঝে মাঝে আঁতকে উঠতে হয়। এবার বিষ খাওয়া রোগীর প্রেসক্রিপশন দিয়ে দেওয়া হলো এক হার্টের রোগীনিকে। সেই প্রেসক্রিপশনের ওষুধ খেয়ে এখন হার্টের রোগীনির অবস্থা আরও কাহিল! মরণাপন্ন অবস্থায় ফের ভর্তি হয়েছেন হাসপাতালে। রাজ্য স্বাস্থ্য পরিষেবার এই বেহাল অবস্থা দেখে গোটা জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা, কৈলাশহর ঊনকোটি ড্রিস্ট্রিক হসপিটালে কৈলাসহর মহকুমার রাঙ্গাউটি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের আজমত আলীর স্ত্রী রহিমা বেগম, বুকে ব্যাথা নিয়ে গত ২৫ অক্টোবর ঊনকোটি জেলা হাসপাতালে রাতে ভর্তি হন। ভর্তির পর অসুস্থ রহিমা বেগমের চিকিৎসা ঠিকঠাক চলে এবং পরদিন ২৬ অক্টোবর কর্তব্যরত চিকিৎসক রহিমা বেগমকে প্রেসক্রিপশনে যাবতীয় ওষুধ লিখে ছুটি দিয়ে দেন। এরপরই ঘটে জনৈকা নার্সের কর্তব্যে চরম গাফিলতি। জানা যায়, এদিন বুকের ব্যাথা নিয়ে রহিমা বেগম যে ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন, সেই একই ওয়ার্ডে বিষ খেয়ে মারাত্মক অসুস্হ হয়ে অন্য এক রোগীও ভর্তি হয়। অভিযোগ, ওই বিষ খাওয়া রোগীর প্রেসক্রিপশন দিয়ে দেওয়া হয় হার্টের রোগী রহিমা বেগমকে। এই কাজটি করেছেন কর্তব্যরত নার্স। লেখাপড়া কমজানা রহিমা বেগম সেই প্রেসক্রিপশন নিয়ে ঔষধ ক্রয় করে বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে ওষুধও খাওয়া শুরু করেন। রহিমা বেগমের পরিবারও কিছু বুঝে উঠতে পারেননি। এদিকে ওষধ সেবনের পরই রহিমা বেগমের পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়। অবস্থা বেগতিক আকার ধারণ করে। রহিমা বেগমকে পুনরায় ২৮ অক্টোবর শনিবার ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। রহিমা বেগমের নিম্নাংশ অর্থাৎ পা সম্পূর্ণ অবশ হয়ে গেছে। বিষয়ে রহিমা বেগমের পরিবার জেলা হাসপাতালে ডাক্তারের সাথে যোগাযোগ করলে, কর্তব্যরত ডাক্তার বাবু কোনও কথা না বলার জন্য পরামর্শ দেন। বলেন, রোগীর সমস্ত খরচ বহন করবেন। কিন্তু দুই দিন অতিবাহিত হওয়ার পরও ডাক্তার বাবু এবং সেই নার্সের কোন দেখা নেই। জানাগেছে, ওই নার্সের নাম বেলা নাথ। তার বিরুদ্ধ রহিমা বেগমের পরিবার কৈলাশহর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…