অনলাইন প্রতিনিধি :-রাজ্য স্বাস্থ্য পরিষেবার নমূনা দেখলে এমনিতেই মাঝে মাঝে আঁতকে উঠতে হয়। এবার বিষ খাওয়া রোগীর প্রেসক্রিপশন দিয়ে দেওয়া হলো এক হার্টের রোগীনিকে। সেই প্রেসক্রিপশনের ওষুধ খেয়ে এখন হার্টের রোগীনির অবস্থা আরও কাহিল! মরণাপন্ন অবস্থায় ফের ভর্তি হয়েছেন হাসপাতালে। রাজ্য স্বাস্থ্য পরিষেবার এই বেহাল অবস্থা দেখে গোটা জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা, কৈলাশহর ঊনকোটি ড্রিস্ট্রিক হসপিটালে কৈলাসহর মহকুমার রাঙ্গাউটি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের আজমত আলীর স্ত্রী রহিমা বেগম, বুকে ব্যাথা নিয়ে গত ২৫ অক্টোবর ঊনকোটি জেলা হাসপাতালে রাতে ভর্তি হন। ভর্তির পর অসুস্থ রহিমা বেগমের চিকিৎসা ঠিকঠাক চলে এবং পরদিন ২৬ অক্টোবর কর্তব্যরত চিকিৎসক রহিমা বেগমকে প্রেসক্রিপশনে যাবতীয় ওষুধ লিখে ছুটি দিয়ে দেন। এরপরই ঘটে জনৈকা নার্সের কর্তব্যে চরম গাফিলতি। জানা যায়, এদিন বুকের ব্যাথা নিয়ে রহিমা বেগম যে ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন, সেই একই ওয়ার্ডে বিষ খেয়ে মারাত্মক অসুস্হ হয়ে অন্য এক রোগীও ভর্তি হয়। অভিযোগ, ওই বিষ খাওয়া রোগীর প্রেসক্রিপশন দিয়ে দেওয়া হয় হার্টের রোগী রহিমা বেগমকে। এই কাজটি করেছেন কর্তব্যরত নার্স। লেখাপড়া কমজানা রহিমা বেগম সেই প্রেসক্রিপশন নিয়ে ঔষধ ক্রয় করে বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে ওষুধও খাওয়া শুরু করেন। রহিমা বেগমের পরিবারও কিছু বুঝে উঠতে পারেননি। এদিকে ওষধ সেবনের পরই রহিমা বেগমের পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়। অবস্থা বেগতিক আকার ধারণ করে। রহিমা বেগমকে পুনরায় ২৮ অক্টোবর শনিবার ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। রহিমা বেগমের নিম্নাংশ অর্থাৎ পা সম্পূর্ণ অবশ হয়ে গেছে। বিষয়ে রহিমা বেগমের পরিবার জেলা হাসপাতালে ডাক্তারের সাথে যোগাযোগ করলে, কর্তব্যরত ডাক্তার বাবু কোনও কথা না বলার জন্য পরামর্শ দেন। বলেন, রোগীর সমস্ত খরচ বহন করবেন। কিন্তু দুই দিন অতিবাহিত হওয়ার পরও ডাক্তার বাবু এবং সেই নার্সের কোন দেখা নেই। জানাগেছে, ওই নার্সের নাম বেলা নাথ। তার বিরুদ্ধ রহিমা বেগমের পরিবার কৈলাশহর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…
অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…
অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…
শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…
কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…
অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…