৩ মাসের মধ্যেই স্মার্ট সিটি মিশন সম্পন্ন হবে: মুখ্যমন্ত্রী!!
ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে অল্পেতে রক্ষা!!

অনলাইন প্রতিনিধি :-অল্পেতে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল সিপাহীজলা জেলার রুখিয়া বৈদ্যুতিক প্রজেক্ট। জানা গেছে রবিবার রাতে আচমকা রুখিয়া বৈদ্যুতিক প্রজেক্ট এর একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমারে শর্ট সার্কিট এর ফলে অগ্নিসংযোগ ঘটে। ঘটনাটির সঙ্গে সঙ্গেই রুকিয়া বৈদ্যুতিক প্রজেক্ট এর দায়িত্বে থাকা কর্মীরা প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে বিদ্যুৎ কর্মীদের সহযোগিতায় কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের পক্ষ থেকে রুকিয়া বৈদ্যুতিক প্রজেক্ট এর কর্মীদের বলা হয়েছে যেহেতু এটি একটি বৈদ্যুতিক প্রজেক্ট তাই যেকোনো সময় যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যার ফলে বিদ্যুৎ কর্মীরা যাতে সব সময় সতর্ক দৃষ্টি রাখে সেদিকে।