ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু যুবকের!!
অনলাইন প্রতিনিধি || শুক্রবার সাতসকালে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনা বিশ্রামগঞ্জ থানাধীন আমতলী এলাকায়। আগরতলা বিদ্যাসাগর এলাকার বাসিন্দা তাপস দাস, পিতার নাম দিলীপ দাস এদিন সকালে TR01S5545 নম্বরের বাইক নিয়ে উদয়পুর যাচ্ছিলো। বিশ্রামগঞ্জ আমতলী এলাকায় পৌঁছতেই দ্রুত গতিতে একটি বোলেরো ডি আই গাড়ি তাকে সজোরে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।বোলেরো গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে তাপস দাসের মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক তাপস দাসের।