অনলাইন প্রতিনিধি || ভারতীয় জনতা পার্টির ৪ খয়েরপুর ও ১০ মজলিশপুর মন্ডলের কার্যকারিণী বৈঠক শুক্রবার অনুষ্ঠিত হয়। খয়েরপুরের কার্যকারিণী বৈঠক হয় পশ্চিম নোয়াবাদি একতারা হল ঘরে। উদ্বোধন করেন বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিধায়ক রতন চক্রবর্তী। মজলিশপুর মন্ডলের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় মোহনপুর গুরুকুল কমিউনিটি হলে। উদ্বোধন করেন খাদ্য, পরিবহণ ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। অন্যদের মধ্যে ছিলেন খয়েরপুর মন্ডল সভাপতি অমিত নন্দী, মজলিশপুর মন্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন বিশ্বজিৎ শীল, পারিষদ উত্তম কুমার ঘোষ, জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপার্সন প্রীতম দেবনাথ সহ অন্যরা।কার্যকারিণী বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বিভিন্ন মতাদর্শ জাতি ধর্ম অর্থনৈতিক স্বার্থ এবং কার্যপন্থার বিভিন্নতার উর্ধ্বে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস ও সবকা প্রয়াসের মন্ত্রে আমাদের সবাইকে জনস্বার্থে কাজ করতে হবে। তিনি বলেন, নিয়মিত ধৈর্য সহকারে জনগণের অভাব অভিযোগের কথা শুনতে হবে সবাইকে এবং ব্যক্তিস্বার্থ ভূলে সকলকে জনস্বার্থে কাজ করতে হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরী ২০২৪ সালে রাজ্য থেকে প্রধানমন্ত্রীকে দুটি পদ্মফুল আরও বেশি ভোটের ব্যবধানে উপহার দেওয়ার জন্য সকলকে শৃঙ্খলা মেনে দলের রীতিনীতি মেনে কাজ করার কথা বলেন। তিনি দলের নাম করে যদি কেউ অনৈতিক কাজে যুক্ত হয় তাহলে দল তাদের পাশে থাকবে না বলে সাফ জানান। বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিধায়ক রতন চক্রবর্তী দলীয় কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর মূলমন্ত্র সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিকাশ এবং সবকা প্রয়াসের মূল মন্ত্রে কাজ করার কথা বলেন । বিধায়ক বলেন, ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দলের পাশাপাশি সব থেকে বড় হৃদয়ের দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ ও রাজ্য যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। তিনি জনস্বার্থে কাজ করার জন্য সকলকে পরামর্শ দেন।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…