মজলিশপুর ও খয়েরপুরে বিজেপির কার্যকারিণী বৈঠক, দলমতের উর্ধ্বে উন্নয়ন : সুশান্ত, অনৈতিক কাজে প্রশ্রয় নয় : রতন

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || ভারতীয় জনতা পার্টির ৪ খয়েরপুর ও ১০ মজলিশপুর মন্ডলের কার্যকারিণী বৈঠক শুক্রবার অনুষ্ঠিত হয়। খয়েরপুরের কার্যকারিণী বৈঠক হয় পশ্চিম নোয়াবাদি একতারা হল ঘরে। উদ্বোধন করেন বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিধায়ক রতন চক্রবর্তী। মজলিশপুর মন্ডলের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় মোহনপুর গুরুকুল কমিউনিটি হলে। উদ্বোধন করেন খাদ্য, পরিবহণ ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। অন্যদের মধ্যে ছিলেন খয়েরপুর মন্ডল সভাপতি অমিত নন্দী, মজলিশপুর মন্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন বিশ্বজিৎ শীল, পারিষদ উত্তম কুমার ঘোষ, জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপার্সন প্রীতম দেবনাথ সহ অন্যরা।কার্যকারিণী বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বিভিন্ন মতাদর্শ জাতি ধর্ম অর্থনৈতিক স্বার্থ এবং কার্যপন্থার বিভিন্নতার উর্ধ্বে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস ও সবকা প্রয়াসের মন্ত্রে আমাদের সবাইকে জনস্বার্থে কাজ করতে হবে। তিনি বলেন, নিয়মিত ধৈর্য সহকারে জনগণের অভাব অভিযোগের কথা শুনতে হবে সবাইকে এবং ব্যক্তিস্বার্থ ভূলে সকলকে জনস্বার্থে কাজ করতে হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরী ২০২৪ সালে রাজ্য থেকে প্রধানমন্ত্রীকে দুটি পদ্মফুল আরও বেশি ভোটের ব্যবধানে উপহার দেওয়ার জন্য সকলকে শৃঙ্খলা মেনে দলের রীতিনীতি মেনে কাজ করার কথা বলেন। তিনি দলের নাম করে যদি কেউ অনৈতিক কাজে যুক্ত হয় তাহলে দল তাদের পাশে থাকবে না বলে সাফ জানান। বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিধায়ক রতন চক্রবর্তী দলীয় কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর মূলমন্ত্র সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিকাশ এবং সবকা প্রয়াসের মূল মন্ত্রে কাজ করার কথা বলেন । বিধায়ক বলেন, ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দলের পাশাপাশি সব থেকে বড় হৃদয়ের দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ ও রাজ্য যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। তিনি জনস্বার্থে কাজ করার জন্য সকলকে পরামর্শ দেন।

Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

21 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

21 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

21 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

2 days ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

2 days ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

3 days ago