Categories: দেশ

মণিপুরে বসছে বিধানসভা অধিবেশন ২৯-এ।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- মণিপুর বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে ২৯ আগষ্ট। রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে অধিবেশনের দিন নিয়ে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে মঙ্গলবার।প্রসঙ্গত বলা যায়, সোমবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ মণিপুর বিধানসভার অধিবেশন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তির্যক আক্রমণ শানান। হিংসা কবলিত রাজ্যে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার প্রস্তাব বার বার ফিরিয়ে দিয়েছেন রাজ্যপাল।এ কথার উল্লেখ করে রমেশ এক্স-এ লেখেন শুধু তাই নয়, নিয়মমাফিক বাদল অধিবেশনও এখনও হয়নি। প্রধানমন্ত্রী জগৎগুরু সাজার কাজে ব্যস্ত, আর স্বরাষ্ট্রমন্ত্রী ভোট নিয়ে ব্যস্ত। রমেশের কটাক্ষের দিনই মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পৌরোহিত্যে মণিপুর মন্ত্রিসভা বাদল অধিবেশনের নির্ঘণ্ট নিয়ে সিদ্ধান্ত নেয়। রাজেট অধিবেশনের পর নিয়মমতো বাদল অধিবেশন ডাকার কথা ছয় মাসের মধ্যে। সেই সাংবিধানিক সংকট কাটাতে শেষমেশ দ্বাদশ মণিপুর বিধানসভার চতুর্থ অধিবেশন বসছে ২৯ আগষ্ট থেকে। রাজ্যপাল অনসূয়া উইকে-কে মন্ত্রিসভা আগামী ২৯আগষ্ট বিধানসভা ডাকার সুপারিশ করেছে। গত ২১ আগষ্ট বিশেষ অধিবেশনের কথা থাকলেও রাজভবন থেকে কোনও বিজ্ঞপ্তি জারি না হওয়ায় সভা বসেনি। দলমত নির্বিশেষে ১০ কুকি বিধায়ক বিধানসভা অধিবেশন বয়কটের ডাক দিয়েছেন। তাদের অভিযোগ, রাজ্যে হিংসা এখনও বিন্দুমাত্র কমেনি। রাজ্য কংগ্রেসের থেকে অধিবেশন না ডাকা নিয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। সংবিধানের বিধির কথাও তুলে ধরা হয়েছিল কংগ্রেসের তরফে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

2 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago