Categories: খেলা

মণিপুরে শোচনীয় হার ত্রিপুরার

এই খবর শেয়ার করুন (Share this news)

ইম্ফলে পূর্বোত্তর সিনিয়র মহিলা ফুটবল আসরে পরাজয়ের মধ্যেই ত্রিপুরা । এবার স্বাগতিক মণিপুরের কাছে হাফ ডজন গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত হলো ত্রিপুরা । ইম্ফলে সাইয়ের ফুটবল গ্রাউণ্ডে শুক্রবার আয়োজক মণিপুর সাঙ্গাইস টিম ৭-০ গোলের বড় ব্যবধানে ত্রিপুরা পাইথনস টিমকে হারায় । প্রথমার্ধে পাঁচ গোল এবং দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল হজম করতে হয়েছে ত্রিপুরাকে । ছন্নছাড়া ফুটবল খেলে বাজেভাবে ম্যাচটি হারতে হলো ত্রিপুরাকে । এখন পর্যন্ত আসরে লীগ পর্যায়ের মোট পাঁচটি ম্যাচ খেলেছে ত্রিপুরা । যার মধ্যে চারটিতে বাজেভাবে হারতে হয়েছে । একটি কোনওভাবে ড্র করে।

পাঁচ ম্যাচ খেলে ত্রিপুরার দখলে মাত্র এক পয়েন্ট । আর পাঁচ ম্যাচে ত্রিপুরাকে ষোলখানা গোল হজম করতে হয়েছে । আর এই ফলাফলে ফের একবার প্রশ্নের মুখে ত্রিপুরার ফুটবল । এই ফুটবল টুর্নামেন্টটিকে ত্রিপুরা খুব একটা গুরুত্ব দিতে না চাইলেও নর্থ ইস্টের বাকি রাজ্যগুলো কিন্তু এই টুর্নামেন্টটিতে যথেষ্ট সিরিয়াস । মণিপুর , মিজোরাম , আসাম , নাগাল্যাণ্ড , অরুণাচল প্রদেশ , মেঘালয় ও সিকিম প্রতিটি টিমই দারুণ লড়াই করে যাচ্ছে । একমাত্র ব্যতিক্রম ও পিছিয়ে ত্রিপুরা । একের পর এক ম্যাচে ভরাডুবি হচ্ছে ত্রিপুরার । তবে এই রেজাল্ট নিয়ে কোনওরকম আক্ষেপ বা কোনও পর্যালোচনা নেই ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ।

আবার সামনে নাকি রাজ্যে নর্থ ইস্ট লীগ ফুটবল টুর্নামেন্ট করার পরিকল্পনা নিচ্ছে রাজ্য ফুটবল সংস্থা টিএফএ । আর আয়োজক দল ত্রিপুরা যদি আগামীদিনে নিজের ঘরের মাঠেই এ ধরনের ফলাফল করে তাহলে গোটা দেশে এই রাজ্যের ফুটবল নিয়ে মাথা কাটা যাবে এমনটাই বক্তব্য ফুটবল মহলের একাংশের । তাই ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে এখন থেকেই এ নিয়ে ভাবতে হবে । ইম্ফলে সাইয়ের ফুটবল গ্রাউণ্ডে আজ বিকালে ত্রিপুরা বনাম মণিপুর ম্যাচটি হয়েছে । ম্যাচে দুর্বল ত্রিপুরা দলের বিরুদ্ধে একতরফা খেলে গেছে মণিপুর । এই টুর্নামেন্টে মণিপুর এর আগে ১০-০ গোলের বড় ব্যবধানে আসামকে হারিয়েছিল ।

আজ ত্রিপুরাকে বড় ব্যবধানে বিধ্বস্ত করলো । মণিপুর শুরু থেকেই এ দিন পুরো অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে । তাদের একের পর এক আক্রমণে ত্রিপুরা টিম কার্যত দিশাহারা হয়ে পড়ে একটা সময় । ম্যাচের প্রথমার্ধে বিনা লড়াইয়ে একের পর এক মোট পাঁচটি গোল হজম করতে হয় কোচ সুজিত ঘোষের ত্রিপুরা টিমকে । ডিফেন্স , মিডফিল্ড ও স্টাইকিং জোন বলতে কিছু দেখা যায়নি ত্রিপুরার । একেবারে ছন্নছাড়া ফুটবল খেলে গেছে ত্রিপুরা টিমের ফুটবলাররা । অন্যদিকে , মণিপুর তাদের সামনে দুর্বল প্রতিপক্ষ ত্রিপুরা টিমকে পেয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে এবং একের পর এক গোল দিতে থাকে ।

প্রতমার্ধে পাঁচ গোল দেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে । ম্যাচ শেষে ত্রিপুরা দলের কোচ সুজিত ঘোষের বক্তব্য যে , তার টিম নাকি মণিপুরের সঙ্গে ভালো খেলেছে । তবে প্রশ্ন , ভালো খেলার পরও কেন বাজেভাবে ম্যাচটি হারতে হলো । সামনে আগামী সতেরো জুলাই ত্রিপুরা বনাম নাগাল্যাণ্ড বেলা ১২.৩০ টায় এবং আঠারো জুলাই ত্রিপুরা বনাম মিজোরাম ম্যাচ রয়েছে । বিকাল তিনটায় এই ম্যাচটি হবে ।

Dainik Digital

Recent Posts

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা!!

অনলাইন প্রতিনিধি :-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলে পড়ল জঙ্গিরা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি…

2 hours ago

রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে নীতিন সাক্ষাতে বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :- জাতীয় সড়ক এনএইচ-৮ -এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের…

7 hours ago

ধান উৎপাদনে দেশে ষষ্ঠ স্থানে ত্রিপুরা, জমি ফেলে রাখবেন না কৃষকদের আহ্বান রতনের!!

অনলাইন প্রতিনিধি :-গ্রাম হলো আমাদের শক্তি,কৃষক আমাদের অন্নদাতা' এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের কৃষি ক্ষেত্রকে…

7 hours ago

এবার কি ইউসিসি?

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। রামমন্দির প্রতিষ্ঠা।তিন তালাক প্রথা বাতিল।নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ)। ওয়াকফ…

7 hours ago

ধস নেমে চলাচল বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে!!

অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…

1 day ago

না ফেরার দেশে পোপ ফ্রান্সিস!!

অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…

1 day ago