কিছুদিন শান্ত থাকার পর ফের অশান্ত হয়ে উঠেছে মণিপুর। পূর্বোত্তরের সাত বোনের এক বোন মণিপুর প্রায় মাসখানেক আগে সংবাদ শিরোনামে উঠে আসে। স্থানীয় ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ক্রমেই হিংসাদীর্ণ হয়ে উঠে রাজ্যটি। ফলে বহু নিরীহ নাগরিক প্রাণ হারায়। সরকারী, বেসরকারী সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়। বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। বহি:রাজ্যের প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনা করে মণিপুরে।তারা প্রাণভয়ে বাড়িঘরে ফিরতে বাধ্য হয়।কেন্দ্রীয় বাহিনী, সেনা নামিয়ে তিন-চারদিনের মধ্যে পরিস্থিতি অনেকটা সামলে দেয় রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকার।যেভাবে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মণিপুরের পরিস্থিতি সামলে দেয় তা সাধুবাদযোগ্য।একটা সময় ছিল সংবাদ শিরোনাম হতো পূর্বোত্তরের হিংসার ঘটনা। নাগাল্যাণ্ড,আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ইত্যাদি রাজ্যের হিংসার ঘটনা পত্রিকায় জায়গা করে নিতো। প্রতিদিনই কোনও না কোনও রাজ্যে হিংসা, জঙ্গি আক্রমণ, অপহরণ ইত্যাদি লেগেই ছিল।একটা সময় আসামের আলফা জঙ্গি,বড়ো জঙ্গিদের দাপট ছিল।নাগাল্যাণ্ডে এনএসসিএন বৈরী গোষ্ঠী, মণিপুরে জঙ্গি দল,ত্রিপুরায় টিএনভি,এনএলএফটি, এটিটিএফের মতো জঙ্গিগোষ্ঠীর হাতে নিরীহ নাগরিকদের প্রাণহানি,সরকারী সম্পত্তি লুট, নষ্ট করা ইত্যাদি খবর হতো। দেশের বাকি রাজ্যের মানুষজন পূর্বোত্তরকে জঙ্গিপ্রবণ এলাকা হিসাবেই ধরে রাখতো। অন্যদিকে ছিল যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা। তিল তিল করে সেই বাধা অনেকটা দূর করছে পূর্বোত্তর। পূর্বোত্তরে জঙ্গিদের হিংসা এখন প্রায় নেই বললেই চলে। উন্নয়নের মূলস্রোতের সাথে জোড়াচ্ছে পূর্বোত্তরের রাজ্যগুলি।সেই নিরিখে পূর্বোত্তরকে এখন শান্তির অঞ্চল হিসাবেই চিহ্নিত করা যায়।
এহেন পূর্বোত্তরের মণিপুরে হঠাৎ করে গত মাসখানেক আগের হিংসার ঘটনায় সবাই বিচলিত। স্থানীয় মণিপুরি মেইতেই জনগোষ্ঠীকে এসটি হিসাবে স্বীকৃতি দেবার একটা দাবি উঠে। সেই থেকে হিংসাশ্রয়ী হয়ে উঠে কুকিরা। দুই জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।পরে সেই সংঘর্ষ মারাত্মক হিংসার রূপ নেয়। মণিপুরে স্থানীয় মেইতেই ভাষাভাষীর লোকজন প্রায় ৫২-৫৩%। কুকি জনগোষ্ঠীর বক্তব্য হলো,তাদের যদি এসটি হিসাবে স্বীকৃতি মেলে তবে কুকিদের অধিকার খর্ব হবে এবং সবকিছুতেই তারা পিছিয়ে যাবে। যদিও মণিপুরি মেইতেইদের এসটি হিসাবে স্বীকৃতি দেবার বিষয়ে পাকাপাকি কোনও সিদ্ধান্ত হয়নি।এ নিয়েই ব্যাপক হিংসা একপ্রস্থ।তাও কিছুটা মিটে গেছিল সেনা,নিরাপত্তা বাহিনীর কারণে।কিন্তু ফের নতুন করে হিংসা ছড়াচ্ছে।এবার কুকিরা জঙ্গির ভূমিকায় অবতীর্ণ হয়ে যারা বাড়িঘর ছেড়ে শিবিরে আশ্রয় নিয়েছে তাদের উপর হামলা করছে গত কয়দিন ধরে।
এখানেও অবশ্যই সরকারের গাফিলতি রয়েছে। মণিপুরি মেইতেই মানুষজন কিছুদিন ধরেই সরকারকে দোষারোপ করছিল। এমনকী ক্ষুদ্ধ নাগরিকরা ২দিন ২ মন্ত্রীর বাড়িতে আক্রমণও করে। এর মধ্যে একজন রাজ্যের পূর্তমন্ত্রী, অপরজন কেন্দ্রীয় মন্ত্রী। প্রশাসনকে চ্যালেঞ্জ জানানো, সরকারকে চ্যালেঞ্জ জানানো পরিস্থিতি কি ভয়াবহ হলে এমনটা হতে পারে।মানুষজন সরকারের কাজকর্মে দারুণ ক্ষুব্ধ।একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, নির্বাচিত সরকারের প্রথম কাজই হলো নাগরিকদের নিরাপত্তা প্রদান করা। নাগরিকরা যাতে নিৰ্ভয়ে থাকতে পারে তা সুনিশ্চিত করা।কিন্তু সেখানে প্রশাসনের নিরাপত্তার ঘেরাটোপে আশ্রয় শিবিরে কুকি জঙ্গিরা হামলা চালাচ্ছে তাহলে প্রশাসন কোথায়?প্রশাসনের গা ঢিলেমি ভাব নয় তো এটা।এরই মধ্যে সেনাপ্রধান মনোজ পাণ্ডের মণিপুরে সফরের দিনও কুকি জঙ্গিরা শিবিরগুলির উপর হামলা চালিয়াছে। যদিও সরকার দাবি করেছে,সেনার পাল্টা হামলায় প্রচুর কুকি জঙ্গি নিহত হয়েছে। সময় এসেছে কঠোর হাতে জঙ্গি মোকাবিলা করার। আবার মণিপুর অশান্ত হোক – দিনের পর দিন অশান্তি লেগে থাকুক তা আমরা চাই না। কেউ চায় না। কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে মণিপুরের হিংসাশ্রয়ী ঘটনার কঠোর হাতে মোকাবিলা করুক -এটা সময়ের দাবি।
অনলাইন প্রতিনিধি :-উত্তপ্ত মণিপুরের অশান্তির আঁচ এবার পৌঁছল মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত।মন্ত্রী-বিধায়কদের বাড়িতে হামলার পর এবার…
অনলাইন প্রতিনিধি :-বেআইনিভাবে এবং ক্ষমতার অপব্যবহার করে চিকিৎসককে মারধর করার অভিযোগে রাজ্য পুলিশের ডিএসপি প্রসূনকান্তি…
অনলাইন প্রতিনিধি :-ট্রেন, বিমানের পর এবার দেশের সবথেকে বড় ব্যাঙ্করিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াই উড়িয়ে দেওয়ার…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। মন্ত্রীর এই সাম্প্রদায়িক উস্কানির দৌলতে, গণ্ডাছড়া,…
আমেরিকায় পালাবদলের পর বিশ্বের অশান্ত এলাকাগুলিতে,যুদ্ধবিধ্বস্ত সকল অঞ্চলে নতুন ভাবনাচিন্তা শুরু হইয়াছে। বিশেষত দুইটি যুদ্ধ…
অনলাইন প্রতিনিধি :- জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নয়ে নীর, হায়…