মথার ডাকে আজ ১২ ঘণ্টা এডিসি বন্ধ।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-অধিকার আদায়ের লক্ষ্যে এবং মূলত ‘গ্রেটার তিপ্রা ল্যাণ্ড’ এর দাবিকে সামনে রেখে শনিবার ১২ ঘণ্টা বন্ধ পালন করবে তিপ্ৰা মথা। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন এডিসি এলাকাগুলিতে এই বন্ধ পালন করা হবে। বন্ধকে কেন্দ্র ইতিমধ্যেই শুক্রবার সন্ধ্যার পর থেকে বিভিন্ন মহকুমা এলাকাগুলিতে জড়ো হতে শুরু করেছে মথা কর্মী সমর্থকরা। যতদূর খবর, এডিসি এলাকার আওতাধীন জাতীয় সড়কের বিভিন্ন এলাকাগুলিতেও সম্মিলিতভাবে বধের সমর্থনে ঝঁপিয়ে পড়ে তারা।

যদিও সরকারীভাবে শুক্রবার এক নোটিশে এডিসি এলাকার বিভিন্ন সরকারী এবং সরকার অধিগৃহীত বিভিন্ন সংস্থার অফিসগুলিতে কর্ম- সংস্কৃতি স্বাভাবিক রাখার নির্দেশ জারি করা হয়।নির্দেশে এডিসি এলাকায় কর্মরত বিভিন্ন কর্মচারীদের উদ্দেশে বাধ্যতামূলকভাবে দুপুর বারোটার মধ্যে উপস্থিত থাকার কথা জানানো হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অবশ্য এ ব্যাপারে তাদের নিরাপত্তাজনিত ইস্যুতে কোনও ধরনের বিবৃতি জারি নেই।এই অবস্থায় প্রশাসনিক নির্দেশ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে কর্মচারী মহলে। তবে সংবাদ সূত্রে বন্ধ বানচাল করতে এবং বনধকে কেন্দ্র করে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে এজন্য তৈরি রয়েছে বিভিন্ন জেলা এবং মহকুমা পুলিশ প্রশাসন।এদিকে, সামাজিক মাধ্যমে এসে শুক্রবার প্রাক্তন মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, তিপ্রাসা জাতির স্বার্থে শনিবার সব অংশের তিপ্রাসারাই এগিয়ে আসুন। অন্তত ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে। এ দিন বারো ঘণ্টার জন্য হলেও ভুলে যেতে হবে রাজনৈতিক ভেদাভেদের কথা। এক আওয়াজে দাবি জানাতে হবে কেন্দ্রের কাছে। এমনটাই মনে করলেন প্রদ্যোত। তাদের এই বনধের সমর্থনে কোনও ধরনের প্রতিক্রিয়াই জানালো না প্রদেশ কংগ্রেস। তারা মনে করে এটি সম্পূর্ণই তাদের ব্যক্তিগত এবং রাজনৈতিক সিদ্ধান্ত। তবে বিরোধিতা জানিয়েছে সিপিএম। তারা জানায়, অযৌক্তিক এই বন্ধকে যাতে ময়দানে নেমে প্রত্যাখ্যান করে সকলে।

Dainik Digital

Recent Posts

রাজ্যে পরিকল্পিত বিদ্যুৎ নাশকতায়, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা কঠোর বার্তা বিদ্যুৎমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ পরিষেবায় ধারাবাহিক বিঘ্ন ঘটায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘনঘন…

1 hour ago

এক পক্ষ ও তৃতীয় পক্ষ!!

পাকিস্তানের সহিত যুদ্ধ বিরতি লইয়া ভারতীয় সামাজিক মাধ্যমে এই সময়ে তোলপাড় চলিতেছে।যদিও একাংশ সংবাদ মাধ্যম…

1 hour ago

ট্রমা, রেডিওলজি সহ গুরুত্বপূর্ণ বিভাগে বিদ্যুৎ বিপর্যয়ে চরম দুর্ভোগ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে রোগীর যন্ত্রণার শেষ নেই।হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নিয়েও রোগীকে প্রচণ্ড…

2 hours ago

২০ দিন পর মুক্তি পেলেন ভারতীয় বিএসএফ জওয়ান!!

অনলাইন প্রতিনিধি :-ভুল করে’ সীমান্ত পার করে পাক সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম…

2 hours ago

বিদ্যালয়ের অডিটোরিয়াম উদ্বোধন করেন বিপ্লব দেব!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে পরিচালিত শ্রীমতী ব্রহ্মদেবী সরস্বতী বালিকা বিদ্যামন্দির…

3 hours ago

ফের বৈঠকে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি !!

অনলাইন প্রতিনিধি :-বৈঠকে বসছে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকাল ১১টায় বৈঠকে…

3 hours ago