অনলাইন প্রতিনিধি :-অধিকার আদায়ের লক্ষ্যে এবং মূলত ‘গ্রেটার তিপ্রা ল্যাণ্ড’ এর দাবিকে সামনে রেখে শনিবার ১২ ঘণ্টা বন্ধ পালন করবে তিপ্ৰা মথা। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন এডিসি এলাকাগুলিতে এই বন্ধ পালন করা হবে। বন্ধকে কেন্দ্র ইতিমধ্যেই শুক্রবার সন্ধ্যার পর থেকে বিভিন্ন মহকুমা এলাকাগুলিতে জড়ো হতে শুরু করেছে মথা কর্মী সমর্থকরা। যতদূর খবর, এডিসি এলাকার আওতাধীন জাতীয় সড়কের বিভিন্ন এলাকাগুলিতেও সম্মিলিতভাবে বধের সমর্থনে ঝঁপিয়ে পড়ে তারা।
যদিও সরকারীভাবে শুক্রবার এক নোটিশে এডিসি এলাকার বিভিন্ন সরকারী এবং সরকার অধিগৃহীত বিভিন্ন সংস্থার অফিসগুলিতে কর্ম- সংস্কৃতি স্বাভাবিক রাখার নির্দেশ জারি করা হয়।নির্দেশে এডিসি এলাকায় কর্মরত বিভিন্ন কর্মচারীদের উদ্দেশে বাধ্যতামূলকভাবে দুপুর বারোটার মধ্যে উপস্থিত থাকার কথা জানানো হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অবশ্য এ ব্যাপারে তাদের নিরাপত্তাজনিত ইস্যুতে কোনও ধরনের বিবৃতি জারি নেই।এই অবস্থায় প্রশাসনিক নির্দেশ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে কর্মচারী মহলে। তবে সংবাদ সূত্রে বন্ধ বানচাল করতে এবং বনধকে কেন্দ্র করে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে এজন্য তৈরি রয়েছে বিভিন্ন জেলা এবং মহকুমা পুলিশ প্রশাসন।এদিকে, সামাজিক মাধ্যমে এসে শুক্রবার প্রাক্তন মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, তিপ্রাসা জাতির স্বার্থে শনিবার সব অংশের তিপ্রাসারাই এগিয়ে আসুন। অন্তত ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে। এ দিন বারো ঘণ্টার জন্য হলেও ভুলে যেতে হবে রাজনৈতিক ভেদাভেদের কথা। এক আওয়াজে দাবি জানাতে হবে কেন্দ্রের কাছে। এমনটাই মনে করলেন প্রদ্যোত। তাদের এই বনধের সমর্থনে কোনও ধরনের প্রতিক্রিয়াই জানালো না প্রদেশ কংগ্রেস। তারা মনে করে এটি সম্পূর্ণই তাদের ব্যক্তিগত এবং রাজনৈতিক সিদ্ধান্ত। তবে বিরোধিতা জানিয়েছে সিপিএম। তারা জানায়, অযৌক্তিক এই বন্ধকে যাতে ময়দানে নেমে প্রত্যাখ্যান করে সকলে।
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…
অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…
অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…
অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…
অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…