দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, তেলিয়ামুড়া।। রাজনৈতিক সন্ত্রাসে উত্তপ্ত পাহাড়। অগ্নিগর্ভ মুঙ্গিয়াকামী বাজার। মঙ্গলবার বিজেপি জনজাতি মোর্চার বাজার সভাকে কেন্দ্র করে মুঙ্গিয়াকামী বাজারে তিপ্রা মথা দলের কর্মী সমর্থকদের হাতে আক্রান্ত বিজেপি জনজাতি মোর্চার রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা সহ দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিজেপি ত্রিপুরা প্রদেশের সহ-সভাপতি পাতাল কন্যা জমাতিয়া।
আগামী ২৯ আগস্ট বিজেপি সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা’র খুমলুং জনসভাকে কেন্দ্র করে গোটা রাজ্যের বিভিন্ন এ.ডি.সি এলাকায় প্রচার চলছে জোর কদমে।
মঙ্গলবার জনজাতি মোর্চার রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা মুঙ্গিয়াকামীতে বাজার সভায় অংশগ্রহণ করতে সেখানে আসেন। এদিকে তিপ্রামথা দলের কর্মী সমর্থকেরা আগে থেকেই মঙ্গিয়াকামী বাজারে জড়ো হয়ে থাকে। বিকাশ দেববর্মা’ উপস্থিত হতেই উত্তেজিত হয়ে উঠে তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। আচমকাই তিপ্রামথা দলের একাংশ দুষ্কৃতিকারী বিকাশ দেববর্মা ও দলীয় কর্মী সমর্থকদের উপর প্রাণঘাতী হামলা চালায়।
ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা বাহিনীর জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে জনজাতি মোর্চার রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা সহ আহতদের নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এই ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে আসেন বিজেপি ত্রিপুরা প্রদেশের সহ-সভাপতি পাতাল কন্যা জমাতিয়া। পরিস্থিতি থমথমে।
অনলাইন প্রতিনিধি :-এও এক 'মধুচক্র'। একে সুন্দরী, তার উপর গরিব এবং অসহায়তার গল্প। সহজেই ফাঁদে…
অনলাইন প্রতিনিধি :-নতুন নির্দেশ জারি করে হোয়াইট হাউস জানিয়ে দিল, এখন থেকে আর বিদেশি পড়ুয়া…
অনলাইন প্রতিনিধি :-কয়েক বছর ধরেই খোঁজ চলছিল।সন্ধান পেতে বিদেশেও পাড়ি দিয়েছিলেন কর্তাব্যক্তিরা। কিন্তু কোনও সুত্রেই…
অনলাইন প্রতিনিধি:- বুধবার সন্ধ্যায় ইহুদি জাদুঘরের এক অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় আমেরিকায় ইজরায়েলি দূতাবাসের…
অনলাইন প্রতিনিধি :-আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ ৷নেমকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন 'ইয়া আলি'র…
অনলাইন প্রতিনিধি :-পাক হাই কমিশনের আরও এক অফিসারকে এবার দেশ ছাড়ার নির্দেশ দিল কেন্দ্র। বুধবারই…