মথা নেতৃত্বের দিল্লি পাড়ি!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। বুধবার রাতে দিল্লিতে বৈঠক অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং তিপ্রামথার মধ্যে। আলোচনা হবে তাদের দাবি নিয়ে। সেই আলোচনাতে অংশ নিতেই বুধবার দুপুরে তড়িঘড়ি দিল্লি পাড়ি দিলেন মথার নেতৃত্ব। এদিন দিল্লি গেলেন দলের সভাপতি বিজয় রাংখল, জগদীশ দেববর্মা, চিত্তরঞ্জন দেববর্মা, অনিমেষ দেববর্মা, মেবার কুমার জমাতিয়া প্রমুখ। বৈঠকের পরই গোটা সমীকরণ স্পষ্ট হবে। বিজেপির সাথে মথার জোট হচ্ছে? নাকি একাই লড়বে মথা।