প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!
মধ্যগগনে বিমানের চাকা ফেটে বিপত্তি !

অনলাইন প্রতিনিধি :-জয়পুর থেকে চেন্নাই এর পথে যাচ্ছিল স্পাইসজেটের একটি বিমান। বিমানটি যখন মাঝআকাশে তখনই ঘটে বিপত্তি। মাঝআকাশে বিমাটির ২ নম্বর চাকা ফেটে যায়।স্পাইসজেটের ওই যাত্রীবাহী বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় চেন্নাই বিমানবন্দরে।টেক অফের পরই যখন প্রযুক্তিগত সমস্যা লক্ষ্য করেন পাইলট তখনই সকাল ছ’টা নাগাদ চেন্নাই বিমানবন্দরে সম্পূর্ণ জরুরি অবতরণের অনুমতি চান ৷ তৎক্ষণাৎ বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় এবং জরুরি অবতরণের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷বিমানবন্দর সূত্রে খবর ক্রু সহ যাত্রীরা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন।