মধ্যরাতে ব্যাপক ভাঙচুর আইজিএমে, ধৃত তিন!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজধানীর
আইজিএম হাসপাতালে মঙ্গলবার মধ্যরাতে শিশু ওয়ার্ডে ব্যাপক ভাঙচুর করা হয়।জ্বরে আক্রান্ত এক শিশু রোগীকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।শিশুকে চিকিৎসকরা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি করেন। কিন্তু সেই সময় আচমকা রোগীর সঙ্গে আসা আত্মীয়রা উত্তেজিত হয়ে ওঠেন।শিশু চিকিৎসক আসতে কেন বিলম্ব হচ্ছে এই অভিযোগ তুলে শিশু ওয়ার্ডের কাঁচের জানালা, দরজা ব্যাপক ভাঙচুর শুরু করে।খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ বাহিনী দ্রুত হাসপাতালে ছুটে আসে। পুলিশ তৎপরতার সঙ্গে অবস্থার সামাল দেয়। হাসপাতাল ভাঙচুরের ঘটনায় ও চিকিৎসককে চিকিৎসার কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টা নাগাদ আশিক উদ্দিন নামে জ্বরে আক্রান্ত ১১ মাস বয়সি শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়।বাড়ি রাণীরবাজারের দেবীনগর এলাকায়।শিশুর বাবার নাম মৈইন উদ্দিন।কেন মধ্যরাতে হাসপাতালে হামলা ও ভাঙচুর করা হয়েছে সে বিষয়ে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা প্রফেসর তথা বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. সঞ্জীব দেববর্মাকে প্রশ্ন করা হলে তিনি জানান,শিশু বিভাগের প্রধানের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছেন শিশুটি জ্বরে আক্রান্ত হয়ে খিচুনি খাচ্ছিল। স্বাস্থ্য অধিকর্তা শ্রীদেববর্মা আরও জানান,শিশুটিকে শিশু ওয়ার্ডে নিয়ে আসার পর রাতে কর্তব্যরত দুই শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দেখেন। শিশুর ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করেন।স্বাস্থ্য অধিকর্তা জানান,সেই সময় এই শিশু রোগীর সঙ্গে আসা কয়েকজন আত্মীয়স্বজন আচমকা উত্তেজিত হয়ে উঠেন।তারা ব্যাপকভাবে শিশু ওয়ার্ডের কাঁচের দরজা, জানালা ভাঙচুর করেছে। ভাঙচুর করতে গিয়ে তাদের কারোর হাতও কাঁচে কেটে গিয়ে রক্তাক্ত হয়।স্বাস্থ্য অধিকর্তা হাসপাতালে তাণ্ডব ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।তিনি জানান, কলকাতার আর জি কর কাণ্ডের ঘটনার পর হাসপাতাল ও চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে বিশেষ কিছু ব্যবস্থা করার জন্য নির্দেশও দেন।মঙ্গলবার গভীর রাতে রোগীর আত্মীয়দের এ ধরনের আচরণে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. দেববর্মা নিন্দা করেন।তিনি আরও জানান, সেই শিশুটি চিকিৎসায় ভালো হয়ে উঠেছে।এদিকে পশ্চিম থানার পুলিশ হাসপাতাল ভাঙচুরের ঘটনায় ও চিকিৎসককে সরকারী চিকিৎসার কাজে বাধা দেওয়ার অভিযোগে যে তিনজনকে গ্রেপ্তার করেছে তারা হলো সমীর উদ্দিন (২২), মুড়াত মিঞা (২৬) ও সামিন মিঞা (২২)।সকলের বাড়ি রাণীরবাজারের দেবীনগর।পুলিশ ধৃতদের বিরুদ্ধে মামলা নিয়েছে। মামলার কেস নম্বর ১০৬/২০২৪, তারিখ ৪-৯-২০২৪, সেকশন হলো ১৩১/১৩২/৩২৪(৩)/৩ (৫) অব বিএনএস।

Dainik Digital

Recent Posts

মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা, বন্ধ ইন্টারনেট,, কার্ফু জারি!!

অনলাইন প্রতিনিধি :-উত্তপ্ত মণিপুরের অশান্তির আঁচ এবার পৌঁছল মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত।মন্ত্রী-বিধায়কদের বাড়িতে হামলার পর এবার…

3 hours ago

ক্ষমতার আস্ফালন, কমিশনে দোষী সাব্যস্ত ডিএসপি প্রসূন!!

অনলাইন প্রতিনিধি :-বেআইনিভাবে এবং ক্ষমতার অপব্যবহার করে চিকিৎসককে মারধর করার অভিযোগে রাজ্য পুলিশের ডিএসপি প্রসূনকান্তি…

4 hours ago

রিজার্ভ ব্যাঙ্ক উড়িয়ে দেওয়ার হুমকি!!

অনলাইন প্রতিনিধি :-ট্রেন, বিমানের পর এবার দেশের সবথেকে বড় ব্যাঙ্করিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াই উড়িয়ে দেওয়ার…

4 hours ago

রাজ্যের শান্তি-সম্প্রীতি ঐক্য রক্ষায় মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক জিতেনের!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। মন্ত্রীর এই সাম্প্রদায়িক উস্কানির দৌলতে, গণ্ডাছড়া,…

4 hours ago

পালাবদলে দেশ বদলায়?

আমেরিকায় পালাবদলের পর বিশ্বের অশান্ত এলাকাগুলিতে,যুদ্ধবিধ্বস্ত সকল অঞ্চলে নতুন ভাবনাচিন্তা শুরু হইয়াছে। বিশেষত দুইটি যুদ্ধ…

6 hours ago

মানুষকে মৃত্যুর ‘স্বাদ’ দিতে ‘কফিন ক্যাফে’ চালু জাপানে!!

অনলাইন প্রতিনিধি :- জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নয়ে নীর, হায়…

1 day ago