মনিপুর পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || মনিপুরে উত্তপ্ত পরিস্থিতি এবং সেখানে থেকে ত্রিপুরার ছাত্র ছাত্রী যারা পড়াশোনা করছে, তাদের নিরাপত্তা নিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার পৌরহিত্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক, পুলিশের ডিজি, সিআরপিএফ আধিকারিকদের নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। বর্তমানে মনিপুরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে। ত্রিপুরার ছাত্র ছাত্রীরা সকলে নিরাপদে আছে বলে জানানো হয়েছে। বৈঠক শেষে মহাকরণে আই সি এ সচিব প্রদীপ চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানান।