মনুষ্যবাহী মহাকাশযান, উদ্যোগ নিল ইসরো
দেশের প্রথম মনুষ্যবাহী মহাকাশযান মিশনের জন্য ধারাবাহিক পরীক্ষামূলক উৎক্ষেপণের কাজ আগামী ফেব্রুয়ারী মাস থেকে শুরু করতে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সংস্থার এক শীর্ষ আধিকারিক এই কথা জানান। মনুষ্যবাহী মহাকাশযান অভিযানের অংশ হিসাবে পৃথিবীর কক্ষপথে তিনদিনের জন্য প্রেরণ করা হবে মহাকাশচারীদের। এর আগে ক্রু মডিউল পরীক্ষার জন্য চিনুক হেলিকপ্টার এবং সি-১৭ গ্লোবমাস্টার পরিবহণ বিমান মোতায়েনের পরিকল্পনা রয়েছে ইসরোর।
আগামী বছর কম করেও ১৭টি বিভিন্ন ধরনের পরীক্ষানিরীক্ষার পর মনুষ্যবিহীন মহাকাশ মিশনকে ডিসেম্বর মাস নাগাদ কক্ষপথে পাঠাবে ইসরো। তারপর ২০২৪ এর শেষদিকে কিংবা ২০২৫-এর প্রথম দিকে কক্ষপথে প্রেরণ করা হবে ভারতের মনুষ্যবাহী প্রথম মিশন। ২০১৮ সালের স্বাধীনতা দিবসের বক্তৃতায় প্রথম ভারতের গগনযান মিশনের কথা জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন সম্ভাবনাময় লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল ২০২২ সালকে যখন ভারত তার স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপন করবে। কিন্তু কোভিড মহামারির কারণে অজস্র বিলম্ব ঘটায় মনুষ্যবাহী অভিযান প্রেরণের সময়ও স্বাভাবিকভাবেই পিছিয়ে যায়।