মনোনয়ন জমা দিতে বাধাপ্রাপ্ত সিপিএম!!

 মনোনয়ন জমা দিতে বাধাপ্রাপ্ত সিপিএম!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আসন্ন ক্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ক ১০ টি ব্লকে সিপিএম প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেনি বলে অভিযোগ তুলেছেন, রাজ্য সিপিএমের বরিষ্ঠ নেতা, তথা সর্বভারতীয় কৃষক সভার আহবায়ক পবিত্র কর। বৃহস্পতিবার তিনি তুলোধুনো করলেন রাজ্য নির্বাচন কমিশন রাজ্য প্রশাসন কে। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন এবং পুলিশের ডিরেক্টর জেনারেল কে একাধিকবার জানানো সত্বেও কোনো কাজ হয়নি। নির্বাচন কমিশন এখন একেবারে বিজেপির পকেটে ঢুকে গেছে বলে দাবি করেন পবিত্র বাবু। আসন্ন পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে সিপি আই এম প্রার্থীরা যাতে মনোনয়ন দাখিল করতে না পারে সেজন্য বামুটিয়া ব্লকের প্রার্থীদের উপর হামলা সংঘটিত করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। সর্বদলীয় বৈঠকে যাওয়ার অপরাধে দুস্কৃতিরা আক্রমণ সংঘটিত করছে সিপিএমের প্রার্থীদের উপর। রাতের আধারে বোমা নিক্ষেপ করে হামলা হুজ্জতি চালাচ্ছে সিপিএম সমর্থকদের বাড়িতে। এখন পর্যন্ত ২০ জন আহত হয়েছেন। প্রার্থী হওয়ার অপরাধে রাজনগরে জেলা পরিষদের প্রার্থী বাদল শীল কে চোত্তাখোলাতে খুন করা হয়েছে। ১১ তারিখ থেকেই সিপি আই এম প্রার্থীরা মনোনয়ন জমা দিচ্ছে। কিন্তু বৃহস্পতিবার ১০ টি ব্লকে প্রার্থীরা সুবিশাল র‍্যালী করে মনোনয়ন জমা দিতে গেলেও তারা নমিনেশন জমা দিতে পারেনি। এরপরই প্রার্থীরা এবং সিপিএম কর্মীরা প্রতিবাদ জানিয়ে রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে রাস্তা অবরোধ করে। দীর্ঘক্ষণ অবরোধ চলতে থাকে। এতে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পরে সাধারণ মানুষ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.