মনোনয়ন জমা দিলেন পূর্ব আসনের জোট প্রার্থী রাজেন্দ্র রিয়াং!!
অনলাইন প্রতিনিধি :- মঙ্গলবার সুবিশাল মিছিল করে মনোনয়ন জমা দিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া ব্লকের প্রার্থী রাজেন্দ্র রিয়াং। মনোনয়নকে কেন্দ্র করে এদিন প্রথমে সিপিআইএম ধলাই জেলা কার্যালয়ের সামনে জমায়েত হয়। সেখান থেকে মিছিল শুরু হয় এবং টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় নির্বাচনী সভা। মনোনয়নে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা সহ বাম ও কংগ্রেসের নেতৃত্বরা। এদিন ইন্ডিয়া ব্লকের প্রার্থীর মনোনয়নে জেলার বিভিন্ন বিধানসভা এলাকা থেকে প্রচুর বাম ও কংগ্রেস কর্মী সমর্থকেরা অংশ নিয়েছে।
মনোনয়ন কে কেন্দ্র করে আয়োজিত সভায় বাম ও কংগ্রেস নেতৃত্ব পূর্ব আসনে প্রার্থী রাজেন্দ্র রিয়াং কে বিপুল ভোটে জয়ী করার আহবান জানান।