মন্ত্রীর পরিদর্শনের পর সদর ফিশারির ৬ কর্মচারীকে শোকজ।

 মন্ত্রীর পরিদর্শনের পর সদর ফিশারির ৬ কর্মচারীকে শোকজ।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- কলেজটিলাস্থিত মৎস্য দপ্তরের সদর অফিসের ছয় জন কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি হিসেবে মৎস্য দপ্তরের উপ অধিকর্তা এ দেববর্মা শোকজ নোটিশ দিয়েছেন। গত নয় আগষ্ট দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আচমকা মৎস্য দপ্তরের সদর বিভাগীয় অফিসে পরিদর্শনে যান। তিনি পরিদর্শনের সময় অফিসের ব্যবস্থাপনায় অফিসের কর্মসংস্কৃতি ও কোনও কোনও কর্মচারীর কোনও কারণ ছাড়াই অনুপস্থিত থাকার বিষয়টি নজরে আসে। অফিসের বেহাল কর্ম সংস্কৃতি দেখে মন্ত্রী সুধাংশু দাস প্রচণ্ড বিরক্ত হন। তার পরই মন্ত্রীর নির্দেশে দপ্তরের উপঅধিকর্তা ছয় জন কর্মচারীকে কেন নিয়মিত অফিসে আসছেন না ও সেদিন কেন বিনা নোটিশে অনুপস্থিত ছিলেন অফিসে সেই বিষয়ে কারণ দর্শানোর মেমোরেণ্ডাম দেন। দশ আগষ্ট ইস্যু করে মেমোরেণ্ডাম তথা শোকজের চিঠিতে বলা হয়েছে দুদিনের মধ্যে দ্রুত শোকজের উত্তর দেওয়ার জন্য। নতুবা শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে বলে মেমোরেণ্ডামে উল্লেখ করা দেওয়া হয়েছে। সেই ছয় কর্মচারী হলেন দুলাল বণিক (ফিশারি ইনস্পেক্টর), সুতপা রায় (ফিশারি অ্যাসিস্টেন্ট), অংশুমান ভট্টাচার্য (এলডিসি), পীযূষ কান্তি দেবনাথ (ফিশারি অ্যাসিস্টেন্ট), শুকু দেব দাস (ফিশারি গার্ড), প্রদীপ শীল (ফিসারি অ্যাসিস্টেন্ট)। প্রসঙ্গত, মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী হওয়ার পর সুধাংশু দাস মৎস্য দপ্তরের সুষ্ঠু কাজের পরিবেশ ও কাজের গতি বৃদ্ধি করার জন্য উদ্যোগ নেন। মাঝে মধ্যে আচমকাই মৎস্য দপ্তরের বিভিন্ন অফিস পরিদর্শনে কর্মচারী অনুপস্থিত, যাচ্ছেন। কর্মচারী অনিয়ম, বেনিয়ম কিছু পেলেই দ্রুত উপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন। মৎস্য দপ্তরের উন্নয়ন ও মাছের উৎপাদন বাড়াতে মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই শ্রীদাস তৎপরতায় আগ্রহের সঙ্গে কাজ করছেন বলে জানা গেছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.