মরার উপর খাড়ার ঘা!!
অনলাইন প্রতিনিধি :-বাড়ির মালিক স্বামী -স্ত্রী দুজনই অসুস্হ হয়ে গত তিনদিন ধরে হাপাতালে ভর্তি। এই সুযোগে নিশিকুটুম্বরা বাড়িতে হানা দিয়ে টাকা-পয়সা, সোনা -দানা যা ছিলো, সব সাফ করে দিয়েছে।
এমন কি লক্ষ্মীর ঘট ভেঙে খুচরো টাকা -পয়সা পর্যন্ত নিয়ে গেছে। ঘটনা বিশালগড় থানাধীন করইমুড়ার তেবাড়িয়া গ্রামে। এলাকার বাসিন্দা রাজিব সরকার ও তার স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এর ফলে বাড়িটি একেবারে খালি।
এই নির্জনতার সুযোগ কাজে লাগিয়ে শনিবার গভীর রাতে রাজিব সরকারের বাড়িতে চোরের দল হানা দেয়। নগদ অর্থ, স্বর্ণলংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। রবিবার সকালে রাজিব সরকারের আত্মীয় পরিজনদের নজরে আসে চুরির বিষয়টি। খবর দেওয়া হয় রাজীব সরকারকে।
হাসপাতাল থেকে বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়েন রাজীব সরকার ও তার স্ত্রী। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি চুরির মামলা হাতে নিয়ে দায়িত্ব শেষ করেছে।