মলিন হচ্ছে বামেরা

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || প্রায় শতাব্দী প্রাচীন একটি রাজনৈতিক দল আজ গভীরতর অস্তিত্বের সঙ্কটে দাঁড়িয়েছে।১৯২৫ সালে মানবেন্দ্রনাথ রায়ের উদ্যােগে কানপুরে যে পাটির রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিলো, সেই কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া সংক্ষেপে সিপিআই ভারতীয় সংসদীয় রাজনীতিতে একটা সময় দাপিয়ে বেড়িয়েছে গোটা দেশে।


গীতা মুখার্জীর মতো অগ্নিস্রাবী নেত্রী, যিনি গোটা সংসদ একাই উত্তাল করে দিতেন ধারালো যুক্তি, তথ্য আর সমালোচনায় প্রতিপক্ষ রাজনৈতিক আদর্শকে ফালা ফালা করে দিয়ে, সেই সিপিআই এখন ভারতীয় রাজনীতি থেকে প্রায় হারিয়ে যাওয়া একটা দল মাত্র। গত ১০ এপ্রিল দেশের নির্বাচন কমিশন একটি ঘোষণায় তৃণমূল কংগ্রেস, এনসিপি পার্টির পাশাপাশি সিপিআইয়েরও জাতীয় দলের স্বীকৃতি বাতিল করে দিয়েছে।


রাজনৈতিক গুরুত্বের নিরিখে অনেকেই হয়তো সিপিআই কিংবা এনসিপি দলের তুলনায় তৃণমূলের জাতীয় দলের স্বীকৃতি বাতিলের ঘটনাকে বড় করে দেখবেন। কিন্তু ভারতের জাতীয় রাজনীতির প্রেক্ষাপটকে মাথায় রাখলে সিপিআই দলের স্বীকৃতি বা জাতীয় দলের তকমা বাদ পড়ার ঘটনাটা অনেক বেশি দীর্ঘস্থায়ী প্রভাব এবং তাৎপর্যপূর্ণ দিকনির্দেশ হতে চলেছে। মনে রাখতে হবে সিপিআই গত তিন দশক ধরে ক্ষয়িষ্ণু শক্তি হলেও একটা সময় এই দলটি কিন্তু গোটা দেশে বিস্তারলাভ করেছিল। কেরালা, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব এবং বিহারের মতো বড় বড় রাজ্যে প্রধান বিরোধী দল ছিল সিপিআই, কিন্তু সময়ের চক্রে আর সবকিছুর মতোই সিপিআই-কে একটা সময় বড়সড় ধাক্কার মুখে পড়তে হয়েছে যখন ১৯৬২ সালে চিন-ভারত যুদ্ধের ইস্যুকে ঘিরে সিপিআই ভেঙে দুটুকরো হয়ে সিপিএমের যাত্রা শুরু হয়।


তারও আগে সিপিআই জন্মলগ্ন থেকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল, যা পরবর্তী সময়ে দেশ স্বাধীন হওয়ার পর দেশের প্রধান বিরোধী শক্তি বিশেষ করে কংগ্রেস বা দক্ষিণপন্থার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করার রসদ জুগিয়েছিল এই বামপন্থী দলটি। কিন্তু কংগ্রেস বিরোধিতার এই অবস্থান ধরে রাখতে পারলো না সিপিআই। মূলত কংগ্রেস- সোভিয়েত ইউনিয়নের মধ্যেকার মাখামাখির কারণে ক্রেমলিনের চাপেই রাতারাতি ঢোঁড়া সাপের চেহারা নেয় সিপিআই। সেই থেকেই দলে ভাঙন ও কংগ্রেসের দোসর হিসাবে পরিচিতি পাওয়া সিপিআই অস্তিত্বের সঙ্কটে পড়তে শুরু করে। ভোটের মুখে দেওয়ালে দেওয়ালে কার্টুনে ভরে যায় “দিল্লী থেকে এলো গাই, সঙ্গে বাছুর সিপিআই”। এভাবেই অধোগমন শুরু হয়েছিল সিপিআইয়ের। আর এই সুযোগেই সিপিএম ফুলে ফেঁপে বেড়ে উঠে বামপন্থীদের মধ্যে নিজের বিগ ব্রাদার ইমেজ গড়ে তুলে। দুর্বল সিপিআই বুঝতে পেরেছিল ভারতে বামপন্থীদের আবার একজোট হওয়া দরকার। নইলে বামপন্থাই এদেশ থেকে চিরতরে হারিয়ে যাবে।


এটা উপলব্ধি করে সিপিআইয়ের তৎকালীন জেনারেল সেক্রেটারি এবি বর্ধন প্রকাশ্যেই সিপিএমের কাছে দুই বামদলের পুনর্মিলনের প্রস্তাব দিয়েছিলেন । কিন্তু তখন রাজ্যে প্রবল পরাক্রমশালী দল হিসাবে দেশের তিন রাজ্য ত্রিপুরা করালা, পশ্চিমবঙ্গ শাসন করছে সিপিএম । তাই আরেক ‘দোর্দণ্ডপ্রতাপ মহাবলশালী’ প্রকাশ কারাত পত্রপাঠ এবি ধনের প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। সময়ের হাত ধরে, দিন বদলে গিয়ে এখন বামেদের হাতে রইলো শুধু একমাত্র কেরালা। সিপিআই রাজনৈতিক সঙ্কটে ধুঁকছিল গত ২-৩ দশক ধরেই। তবুও টিকে ছিল শরিকি দয়ায়। এবার কমিশনের চিঠি পেয়ে তাদের আমও গেল ছালাও গেল। জাতীয় দল হতে গেলে এই মুহূর্তে নির্বাচন কমিশনের তিনটি শর্ত রয়েছে। প্রথমত, লোকসভার ভোটে অন্তত ৩ রাজ্যে প্রার্থী দিতে হবে একটি দলকে এবং জিততে হবে দেশের মোট লোকসভার আসনের ২ শতাংশ সিট। দ্বিতীয়ত,লোকসভা কিংবা বিধানসভার ভোটে অন্তত ৪ রাজ্যে ৬ শতাংশ ভোট পেতে হবে। সেই সঙ্গে ৪ টি লোকসভার আসন জিততে হবে। আর তৃতীয়ত, চারটি বা তার বেশি রাজ্যে স্টেট পার্টির মর্যাদা থাকতে হবে সেই দলকে। তবেই সেই পার্টি জাতীয় দলের স্বীকৃতি পাবে। এই জাতীয় দল হওয়ার সুবিধাও বেশ কিছু আছে। সারা দেশে জাতীয় পার্টির প্রার্থীর জন্য একটাই প্রতীক থাকে যেটা আর কেউ ব্যবহার করতে পারবে না।
এই দলগুলো পার্টির অফিস স্থাপনের জন্য সরকার থেকে জমি পায়। ভোটের প্রচারে ৪০ জন তারকা প্রচারক তারা নিয়োগ করতে পারেন। সর্বোপরি ভোটের খরচের বিষয়টিতেও তাদের জন্য যথেষ্ট সরলীকরণ করা আছে। এই অবস্থায় সারা দেশে এমনিতেই বামেদের যখন দেওয়ালে পিঠি ঠেকে গেছে, সেখানে সিপিআইয়ের জাতীয় স্বীকৃতি হারানো এদেশে বাম আন্দোলনকে টিকিয়ে রাখাই বড় প্রশ্ন। একমাত্র সিপিএম এখনে নিভু নিভু দশায় শিবরাত্রির সলতে হয়ে কোনভাবে জ্বলছে। বাদবাকি অন্য বামদলের অবস্থা আরও করুণ। শুধুই শ্রেণী সংগ্রামের তত্ত্বদিয়ে বর্তমান ভারতের মতো জটিল রাজনীতিতে টিকে থাকা যে সম্ভব নয় সেটা বামপন্থীরা বেমালুম ভুলে গেছে। ফলে সিপিআইয়ের পরিনতি আগামীতে সিপিএমের জন্যও যে অপেক্ষা করছে এটা যত তাড়াতাড়ি সিপিএম উপলব্ধি করতে পারবে ততই তা এদেশের বামপন্থীদের জন্য অক্সিজেন হিসাবে কাজ করবে। অন্যথায় ভারতীয় রাজনীতির তথা বামপন্থার জন্য ঘোষিত সিদ্ধান্তটি যে একটা টার্নিং পয়েন্ট দিক নির্ণয়কারী হিসাবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে তা নির্দ্বিধায় বলা যায় ৷

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নয় রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে ভার্চুয়াল বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি ভারতীয় সেনা গুঁড়িয়ে দেওয়ার পর একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের…

4 hours ago

বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের ডাক মোদী সরকারের!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র।২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা পরপাকিস্তানের বিরুদ্ধে…

5 hours ago

শূন্য কলস!!

শূন্য কলসি বাজে বেশি,আশৈশব এই বাক্যটি পাঠ্যে পড়ে বেড়ে উঠেছি আমরা সকলে।এখন পাক ফৌজির হম্বি…

10 hours ago

বাতিল করলেন তিন দেশের সফর প্রধানমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…

10 hours ago

পাকিস্তানে নিহত বেড়ে ২৬!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…

11 hours ago

কৃষকের মাঝেই ঈশ্বরের অবস্থান: রতন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান!!

অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…

11 hours ago