মহকুম্ভ থেকে দৈনিক সংবাদ অনলাইনে সরাসরি

 মহকুম্ভ থেকে দৈনিক সংবাদ অনলাইনে সরাসরি
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-মহাকুম্ভ সারা বিশ্বের সর্ববৃহৎ সনাতন ধর্মীয় সমাবেশ। ১৪৪ বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগ রাজের ত্রিবেণী সঙ্গমে বসেছে এই মহাকুম্ভ। গোটা বিশ্ব থেকে এবার এই মহাকুম্ভে ৪০ কোটি মানুষ পূর্ণস্নানে সামিল হতে পারে বলে খবর। পাশাপাশি দেশের নানা প্রান্ত থেকে বহু নাগা সন্ন্যাসীরা এখানে এসেছেন পুণ্যার্জনের জন্য। ইতিমধ্যেই মহাকুম্ভে আশা কিছু কিছু সন্যাসী ভাইরাল হয়ে গেছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য। তার মধ্যে রয়েছেন মহাকাল গিরি বাবা উরফে
নাখোঁ বাবা। উনি গত ৬ বছর ধরে উনার বাঁ হাত উপরে তুলে রেখেছেন। যার ফলে ইতিমধ্যে উনার হাতের নখগুলি বড় হয়ে গেছে। পাশাপাশি বা হাতটিও অকেজ হয়ে গেছে। উনি এভাবে থেকে সমাজে বার্তা দিতে চান যে গোমাতা হত্যা বন্ধ করতে হবে। গোমাতার উপর নির্যাতন বন্ধ করতে হবে। আছেন সর্বেশ্বর গিরি মহারাজ, যিনি নর্মদা জলকে বাঁচানোর মেসেজ নিয়ে এই কুম্ভ মেলায় এসেছেন। নর্মদা জলকে অপবিত্র করা এবং কুলুষিত করা থেকে রক্ষা করার বার্তা নিয়ে কুম্ভ মেলায় এসেছেন উনি। আরেক ভাইরাল সন্যাসী হচ্ছেন রুদ্রাক্ষ বাবা। তিনি তাঁর সারা শরীরে এক লক্ষ ২৫ হাজার রুদ্রাক্ষ ধারণ করে আছেন। জগতের কল্যাণের জন্য ২০১০ সাল থেকে এই রুদ্রাক্ষ উনি ধারণ করে আছেন। আছেন খাড়ে হুয়ে বাবা। যিনি গত ছয় বছর ধরে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে সাধনা করছেন। এরকম হাজারও সন্ন্যাসী এসেছেন এই মহাকুম্ভ মেলায়। বিভিন্ন আখড়ায় ডেরা পেতেছেন তারা। দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন তাদের থেকে আশীর্বাদ প্রাপ্তি এবং তাদেরকে দেখার জন্য। দৈনিক সংবাদ অনলাইনে তুলে ধরা হয়েছে সেই সব ছবি।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.