মহাকাশে আটকে গেলেন সুনীতা উইলিয়ামস!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস চলতি মাসের পাঁচ তারিখে তাঁর সহকর্মীর সাথে তৃতীয়বারের মতো মহাকাশে পাড়ি দিয়েছিলেন। ১৭ দিন অতিক্রান্ত হওয়ার পর পৃথিবীতে ফেরার পালায় বেগ পেতে হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামসকে। গত ১৪ জুন পৃথিবীতে ফেরার কথা ছিল সুনীতা এবং ব্যারির। পরে তা পাল্টে ২৬ জুন করা হয়। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, তাতে ২৬ জুনও ফেরা হবে না তাঁদের। জানা যাচ্ছে মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটির কারণেই অনিশ্চিত দিনের জন্য আটকা পড়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফিরে আসতে সুনীতার আরও সময় লাগবে বলে জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. টানা ১০ দিন সেখানে গবেষণার কাজ চালিয়ে যাওয়ার কথা ছিল তাঁদের। NASA-র তরফে জানানো হয়েছে,আন্তর্জাতিক স্পেস স্টেশনে নিরাপদে রয়েছেন সুনীতা এবং ব্যারি। আরও সাত নভোশ্চর রয়েছেন সেখানে। যে হোয়িং স্টারলাইনার মহাকাশযানটিতে চেপে সুনীতা এবং ব্যারি সোখানে পৌঁছন, তাতেই গোলযোগ দেখা দিয়েছে। পৃথিবীতে ফেরার জন্য ওই মহাকাশযানে থ্রাস্টার হিসেবে ২৮টি ছোট রকেট ব্যবহার করা হবে। ওই রেকটগুলি থেকেই ছিদ্রপথে বার বার হিলিয়াম নির্গত হচ্ছে বলে জানা গিয়েছে। রয়েছে সেখানে। এই মুহূর্তে পরিস্থিতি খতিয়ে দেখছে NASA. আগামী সোম এবং মঙ্গলবার মহাকাশে সুনীতা এবং ব্যারিকে স্পেসওয়াকে পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের। তাই মহাকাশে প্রায় একমাস সুনীতা এবং ব্যারিকে কাটাতে হতে পারে বলে মনে করা হচ্ছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

যুদ্ধের গন্ধ বাতাসে!!

পহেলগাঁও হামলার প্রত্যাঘাত এতটা জোরালো এবং ভয়াবহ হতে পয়ল পারে সেটা নিশ্চয়ই পাকিস্তানের ভাবনার মধ্যেই…

17 mins ago

দিল্লীতে কৃষি উন্নয়নে জাতীয় সম্মেলন, কেন্দ্রের কাছে রাজ্যের জোরালো দাবি উত্থাপন করলেন কৃষিমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-'বিজ্ঞান ও কৃষিরমেলবন্ধনই আগামী দিনের কৃষি উন্নয়নের চাবিকাঠি। কৃষকদের স্বনির্ভর করতে হলে এই…

43 mins ago

পাঠানকোটে অপর একটি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করল ভারত!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের আরও একটি যুদ্ধবিমানকে নামালো ভারত। একদিনেই ৫টি যুদ্ধবিমানক্র গুলি করে নামাল ভারত।…

9 hours ago

রণাঙ্গনে নৌসেনা,করাচিকে জ্বালিয়ে দিল INS বিক্রান্ত!!

অনলাইন প্রতিনিধি :-অ্যাকশনে’ রণতরী আইএনএস INS বিক্রান্ত। এই রণতরি ‘অ্যাটাক’ করে করাচিকে প্রায় জ্বালিয়ে দিয়েছে…

9 hours ago

শুধু সুদর্শন চক্রেই থেমে নেই আরও শক্তি মজুত করল ভারতীয় সেনা!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের হেভি ফায়ারিং, ড্রোন অ্যাটাক মোকাবিলা একা হাতেই সামাল দিচ্ছিল ভারতীয় এয়ার ডিভেন্স…

9 hours ago

তিন সেনাপ্রধানের সঙ্গে বৈঠক রাজনাথের!!

অনলাইন প্রতিনিধি :-প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন তিন বাহিনীর প্রধান। পাশাপাশি বিদেশ…

15 hours ago