মহাকাশে তপ্ত সমুদ্রের খোঁজ পেল নাসার টেলিস্কোপ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-পৃথিবীর বাইরে বিশাল মহাশূন্যে আর কোনও বাসযোগ্য গ্রহ আছে কি না, অনেক দিন ধরে সেই খোঁজে মগ্ন নাসার জেমস ওয়েব টেলিস্কোপ।যদিও নাসার বিজ্ঞানীরা নন, বরং তাদের টেলিস্কোপ ব্যবহার করে যে গবেষণা করেছেন, তার ভিত্তিতে সম্প্রতি দাবি করেছেন, তাদের ওই দৈত্যাকার টেলিস্কোপ মহাকাশে খুঁজে পেয়েছে এমন এক সমুদ্র, যার জল ফুটন্ত। সেটি রয়েছে নেপচুন গ্রহের দূরবর্তী উপগ্রহে।ব্রিটিশ দৈনিক ‘দ্য গার্ডিয়ান’ সংবাদপত্রে এ নিয়ে সবিস্তারে একটি প্রতিবেদন ছাপা হয়েছে।
নাসার জ্যোতির্বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা সৌরজগতের বাইরে এমন একটি দূরবর্তী গ্রহের (এক্সোপ্লানেট) সন্ধান পেয়েছেন, যেখানে সম্ভবত উত্তপ্ত জলের গভীর সমুদ্র রয়েছে।বস্তুত, ওই এক্সোপ্লানেট আচ্ছাদিত হয়ে আছে সমুদ্রে।এই খোঁজ মহাকাশ গবেষকদের নতুন দিশায় নিয়ে যাবে বলে মনে করেছেন ব্রিটেনের একদল গবেষক।নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে এই পর্যবেক্ষণ করেছেন। তারা সৌরজগতের বাইরের ওই উপগ্রহের বায়ুমণ্ডলে জলীয় বাষ্প, মিথেন ও কার্বন ডাই-অক্সাইডের রাসায়নিক নমুনা দেখার দাবি করেছেন। এই এক্সোপ্লানেটটির নাম টিওআই-২৭০ ডি। জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, ওই গ্রহটির আকার পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ এবং এটি পৃথিবী থেকে ৭০ আলোকবর্ষ দূরে।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলেছেন, তারা যে রাসায়নিকের মিশ্রণ পর্যবেক্ষণ করেছেন, তা জলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেখানে রয়েছে হাইড্রোজেনসমৃদ্ধ বায়ুমণ্ডল আর গ্রহজুড়ে বিস্তৃত এক সমুদ্র।
জেমস ওয়েব টেলিস্কোপের তথ্য বিশ্লেষণের নেতৃত্বে থাকা অধ্যাপক নিক্ মধুসুদন বলেন, ‘ওই গ্রহের সমুদ্রের যে জল, তা ১০০ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও বেশি উষ্ণ হতে পারে। বায়ুমণ্ডলীয় চাপ অনেক বেশি থাকায় এই মহাসাগর তরল অবস্থায় বিরাজ করতে পারে।’ তবে ওই গ্রহ বসবাসযোগ্য কি না, তা তিনি স্পষ্ট করে বলতে পারেননি।
অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স লেটারস জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।তবে কানাডার এক দল বিজ্ঞানী এই এক্সোপ্লানেটটি নিয়ে আরও পর্যবেক্ষণ করে তাদের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন। তারাও এক্সোপ্লানেটটির বায়ুমণ্ডলে একই রাসায়নিক থাকার কথা বলেছেন।তবে তাদের যুক্তি, তরল জলের জন্য ওই এক্সোপ্লানেটটি অনেক বেশি উষ্ণ।তাদের যুক্তি, সেখানকার পৃষ্ঠ পাথুরে হতে পারে।এর বায়ুমণ্ডলে ঘন হাইড্রোজেন ও জলীয় বাষ্প থাকতে পারে।
২০২১ সালের ডিসেম্বরে জেমস ওয়েব টেলিস্কোপকে মহাকাশে পাঠায় নাসা। এটি পৃথিবী থেকে ১০ লক্ষ মাইল দূরে অবস্থিত।২০২২ সালের ১১ জুলাই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জেমস ওয়েব টেলিস্কোপের তোলা প্রথম পূর্ণাঙ্গ রঙিন ছবি প্রকাশ্যে আনেন।১,৩০০ কোটি বছরের মধ্যে সেটি মহাশূন্যের সবচেয়ে স্পষ্ট ছবি বলে দাবি করা হয়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

6 mins ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

7 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

9 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

9 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

9 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

10 hours ago