Categories: দেশ

মহাকাশে পাড়ি দেওয়ার জন্য দিন গুনছে ভারতের প্রথম বেসরকারি রকেট

এই খবর শেয়ার করুন (Share this news)

স্বাধীনতার ৭৫ বছর বাদে এই প্রথম ভারতে বেসরকারি উদ্যোগে নির্মিত রকেট মহাকাশে
পাড়ি দেওয়ার জন্য প্রতীক্ষার প্রহর গুনছে। ‘স্কাইরুট এরোস্পেস’ নামে হায়দরাবাদের একটি সংস্থা এই রকেটটি তৈরি করেছে। এই রকেটের নাম দেওয়া হয়েছে ‘বিক্রম-এস’।
‘স্কাইরুট এরোস্পেস’-র তরফে ঘোষণা করা হয়েছে, তাদের তৈরি রকেটটি আগামী ১২ থেকে ১৬ নভেম্বরের মধ্যে উৎক্ষেপণ করা হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, বিক্রম-এস শ্রীহরিকোটায় ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র তথা ইসরো-র লঞ্চ প্যাড থেকে চূড়ান্ত পর্বে উৎক্ষেপণের এখন প্রস্তুতি নিচ্ছে। শ্রীহরিকোটা থেকেই রকেট উড়ে যাবে মহাশূন্যে। এই সপ্তাহের শেষের দিকে বা পরের সপ্তাহে একটি সাব-অরবিটাল মিশনে এই মহাকাশের উদ্দেশে উড়ে যাবে। স্কাইরুট এরোস্পেস’-র সিইও পবনকুমার চন্দানা বলেছেন, ‘১২ থেকে ১৬ নভেম্বরের মধ্যে আমাদের সময় দেওয়া হয়েছে। আবহাওয়ার দিকে নজর রেখে রকেট উৎক্ষেপণের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।’ ভারত থেকে এ যাবৎ যত মহাকাশ অভিযানের আয়োজন করা হয়েছে, সব ক্ষেত্রেই অগ্রণী ভূমিকায় থেকেছে ইসরো। এই প্রথম ইসরো-র বাইরের
কোনও সংস্থা সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে পৃথিবীর বাইরে রকেট পাঠাচ্ছে। ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে এই ঘটনাকে নতুন যুগের সূচনা বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। বেসরকারি উদ্যোগে তৈরি রকেট এই প্রথম ভারতে মহাকাশে পাড়ি দেবে, শুধু স্কাইরুট এরোস্পেসের অন্দরমহলে নয়, ইসরো কর্তাদের মধ্যেও এই নিয়ে এখন সাজ সাজ রব। সঙ্গত ভাবেই এই মিশনের নাম দেওয়া হয়েছে ‘প্ররম্ভ’। যার অর্থ ‘শুরু।স্টার্টআপ স্কাইরুট এরোস্পেস একটি স্টার্টআপ সংস্থা। স্পেস রেগুলেটর তথা মহাকাশ নিয়ামক সংস্থা ইন-স্পেস
থেকে প্রযুক্তিগত লঞ্চ ক্লিয়ারেন্সের গণ্ডি আগেই পার করেছে স্কাইরুট এরোস্পেস। তার পর স্কাইরুট প্রথম ভারতীয় স্টার্টআপ যারা মহাকাশে নিজেদের তৈরি রকেট উৎক্ষেপণের জন্য ইসরোর সঙ্গে একটি এমওইউ (মউ) স্বাক্ষর করে। স্কাইরুট-এর সিইও পবন কুমার চন্দনা বলেন, আমরা ইসরো এবং ইন-স্পেসের কাছ থেকে যে মূল্যবান সমর্থন চেয়েছি তার জন্য ভারত সরকারের কাছে আমরা কৃতজ্ঞ। ইসরোর সমর্থন, পরামর্শ এবং আমাদের অন্তর্নিহিত প্রযুক্তি প্রতিভার কারণে এত অল্প সময়ের মধ্যে বিক্রম-এস রকেটকে প্রারম্ভ মিশনের জন্য প্রস্তুত করতে পেরেছি।’ ভারতীয় মহাকাশ গবেষণার প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাইয়ের প্রতি শ্রদ্ধা হিসেবে স্কাইরুটের লঞ্চ ভেহিকেলগুলির নামকরণ করা হয়েছে ‘বিক্রম’। সিওও, স্কাইরুটের চিফ অপারেটিং অফিসার নাগা ভরথ দাকা বলেছেন ‘বিক্রম-এস হল একটি একক-পর্যায়ের সাব-অরবিটাল লঞ্চ যান যা তিনটি গ্রাহকের পেলোড বহন করবে এবং বিক্রম সিরিজের মহাকাশ লঞ্চ যানের বেশিরভাগ প্রযুক্তি পরীক্ষা ও যাচাই করতে সহায়তা করবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

14 hours ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

14 hours ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

17 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

17 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

17 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

17 hours ago