মহাকাশে হেঁটে নিজেই ছবি তুলে ‘বিপর্যয়’এর আপডেট দিলেন সৌদি নভশ্চর।

এই খবর শেয়ার করুন (Share this news)

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ধরা পড়ল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ এর ছবি। সৌদির মহাকাশচারী সুলতান আলনেয়াদি মহাকাশ থেকে এই ঘূর্ণিঝড়টির ছবি নিজের ক্যামেরাবি করেছেন। তার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। আর সেই ছবিতে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ কতটা যে বিধ্বংসী হতে পারে, তার স্পষ্ট আভাস মিলেছে। গত দুই দিন ধরে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর ছবি তুলেছেন সৌদির মহাকাশচারী সুলতান আল নেয়াদি। মহাকাশ স্টেশন থেকে ছবিগুলি ট্যুইটারে শেয়ার করেছেন তিনি। মহাকাশ থেকে ধরা পড়া অবিশ্বাস্য ছবিতে আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রসঙ্গত, গত ৬ জুন আরব সাগরে ঘনীভূত হয়েছিল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। প্রবল দুর্যোগের আশঙ্কায় ভারতের আবহাওয়া বিভাগ গুজরাতের জন্য লাল সতর্কতা জারি করেছে। জামনগর, রাজকোট সহ বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। ল্যান্ডফলের পর গুজরাতজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজ্যের অন্যান্য অংশের তুলনায় কচ্ছ উপকূল এবং দ্বারকায় ‘বিপর্যয়’- এর প্রভাব সবেচেয়ে বেশি অনুভূত হবে বলে জানানো হয়েছে।উল্লেখ্য, বৃহস্পতিবার রাতের দিকে ঘূর্ণিঝড় বিপর্যয় আছড়ে পড়েছে গুজরাত উপকূলে। মৌসম ভবন জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় উল্লেখযোগ্য ভাবে শক্তি কমেছে ঘূর্ণিঝড় বিপর্যয়ের। আগে আইএমডি পূর্বাভাস দিয়ে জানিয়েছিল যে ঝড়টি বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে ভূভাগে আছড়ে পড়বে। তবে সর্বশেষ আপডেটে আইএমডি জানিয়েছিল যে বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড় বিপর্যয়ের। এদিকে বুধবারও মৌসম ভবন জানিয়েছিল যে ল্যান্ডফলের সময় বিপর্যয়ের জেরে প্রায় ১৪৫ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে সৌদি আরবের মহাকাশচারীর তোলা ছবি বিশ্লেষণ করে মৌসম ভবন জানিয়েছে যে ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের জেরে সর্বাধিক ১২৫ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে গুজরাতের কচ্ছ এবং সৌরাষ্ট্র সংলগ্ন উপকূলে। পোস্ট করা চার মিনিটের ওই ভিডিওতে সুলতান আরব উপদ্বীপে সংযুক্ত আরব আমিরশাহ এবং ওমানের ওপর দিয়ে যাওয়ার সময় ঘূর্ণিঝড়ের দৃশ্য ক্যামেরা বন্দি করেন। ভিডিওটিতে মেঘের বিশাল অংশকে দেখা যাচ্ছে যা কার্যত বজ্রঝড়ের প্রতিনিধিত্ব করছে। তবে আরবের ওই নভোশ্চরকে ‘ঘূর্ণিঝড়ের কেন্দ্র’এ ফোকাসের চেষ্টা করতে দেখা গিয়েছে। এছাড়া সুলতান মহাকাশ স্টেশন থেকে কিছু ছবিও পোস্ট করেছেন। সেসব ছবিতে উপকূলের দিকে এগিয়ে যাওয়ার পাশাপাশি সমুদ্রের ওপর বিশাল ঘূর্ণিঝড়টিকে স্পষ্টভাবে দেখানো হয়েছে। সুলতান হলেন প্রথম আরব নাগরিক যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে বেরিয়ে ‘এক্সপিডিশন ৬৯’-এর সময় স্পেসওয়াক করেছিলেন এবং গত এপ্রিল মাসে তিনি স্পেসওয়াক শেষ করেছেন। এতদিন ঘূর্ণিঝড়ে যে সমস্ত ছবি মৌসম ভবনের হাতে আসত তার সবকটি ছিল যান্ত্রিক পদ্ধতিতে তোলা। আরও সহজভাবে বললে পৃথিবীকে কেন্দ্র করে যে স্যাটেলাইটগুলি ঘুরছে সেই স্যাটেলাইটের মধ্যে থাকা ভিডিও ক্যামেরাতে উঠে আসত ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির চিত্র। কিন্তু এই প্রথমবার কোন নভশ্চর মহাকাশ স্টেশনের বাইরে বেরিয়ে গিয়ে মহাকাশে বিচরণ করে ঘূর্ণিঝড়ের ছবি তুলে আনলেন। আর সেই ছবিগুলি মৌসম ভবনের হাতে আসতেই ‘বিপর্যয়’এর ল্যান্ডফলের সময় এবং তার গতি সম্পর্কেও অনেকটাই আপডেট দিতে পারল আবহাওয়া দপ্তর।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

22 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

22 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago