তেলাঙ্গানার সুড়ঙ্গে আটকে পড়াদের একজনের দেহের সন্ধান মিলেছে!!
মহাকুম্ভে নৌকা চালিয়ে ৪৫ দিনে আয় ৩০ কোটি!!

অনলাইন প্রতিনিধি :-মহাকুম্ভে হয়েছে মহা মিলন। দেড় মাস ধরে চলা মহাকুম্ভে উত্তর প্রদেশ সরকারের আয় হয়েছে ৪ লক্ষ কোটি। কুম্ভে ছোট ছোট ব্যবসা করেও লাখ লাখ টাকা উপার্জন করেছেন বহু মানুষ। এর মধ্যে রেকর্ড আয় করেছে নৌকাচালকের কাহিনি। খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ওই নৌকাচালকের সাফল্যের কাহিনি। মহাকুম্ভে শুধু নৌকা চালিয়েই পিন্টু মহারা নামে এই ব্যাক্তি আয় করেছেন ৩০ কোটি টাকা! প্রয়াগরাজের সঙ্গমে তার ৬০টি নৌকা চলে। মহাকুম্ভ শুরু হওয়ার ঠিক আগেই তিনি সেই নৌকার সংখ্যা বাড়িয়ে ১৩০ করেন।