Categories: দেশ

মহাজোটের লক্ষ্যে দিল্লিতে নীতিশের ম্যারাথন বৈঠক

এই খবর শেয়ার করুন (Share this news)

প্রধানমন্ত্রীর পদের দাবিদার নন । এমন কোনও ইচ্ছাও মনে পোষণ করেন না । এই কথা জানিয়ে দিল্লী সফরের দ্বিতীয় দিনে একাধিক বিরোধী দলীয় নেতার সাথে সাক্ষাৎ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিরোধী দলগুলোকে নিয়ে একটি মহাজোট গঠনের লক্ষ্যে প্রয়াস শুরু করেছেন নীতীশ কুমার । গত মাসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বিহারে নয়া সরকার গঠন করেন নীতীশ কুমার । মঙ্গলবারে সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে সাক্ষাতের পর নীতীশ কুমার বলেন , সমস্ত বাম দলগুলো , কংগ্রেস এবং আঞ্চলিক দলগুলোকে নিয়ে একটি মহাজোট গঠনের সময় এসেছে । ২০২৪ এর নির্বাচনে বিজেপিকে ক্ষমতার মসনদ থেকে ছুঁড়ে ফেলতে হলে এই জোট গঠন অত্যন্ত জরুরি । এই সময়ই তিনি জানান যে প্রধানমন্ত্রী হবার জন্য লালায়িত নন তিনি এবং এমন কোনও ইচ্ছাও উনার মনে নেই । আইএনএলডি সুপ্রিমো ওপি চৌতালা , এসপি প্রধান মুলায়েম সিং যাদব এবং তার ছেলে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব , সিপিআই দলের সাধারণ ডি রাজার সাথেও সাক্ষাৎ করেন নীতীশ কুমার । অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকে দিল্লীর উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং জেডি ( ইউ ) নেতা সঞ্জয় ঝাও উপস্থিত ছিলেন । নীতীশ কুমারের সঙ্গে বৈঠক নিয়ে সীতারাম ইয়েচুরি এবং দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল উভয়েই সন্তোষ প্রকাশ করেন । বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নীতীশের এই প্রয়াস ভারতের রাজনীতিতে এক নতুন ইঙ্গিত বহন করছে বলে মনে করেন উভয়েই । বৈঠকে শিক্ষা , স্বাস্থ্য , অপারেশন লোটাস , ঘোড়া কেনাবেচার মাধ্যমে নির্বাচিত সরকারগুলোকে ফেলে দেওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানান নেতারা । প্রাক্তন প্রধানমন্ত্রী দেবিলালের জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত হতে চলা এক সমাবেশে অংশগ্রহণ করতে নীতীশ কুমারকে আমন্ত্রণ জানান ওপি চৌতালা । তবে নীতীশ কুমারের এই প্রয়াসের প্রতি এখনও কোনও ইতিবাচক সমর্থন জ্ঞাপন করেনি মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস এবং চন্দ্রশেখর রাওয়ের টিআরএস ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

3 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago