প্রধানমন্ত্রীর পদের দাবিদার নন । এমন কোনও ইচ্ছাও মনে পোষণ করেন না । এই কথা জানিয়ে দিল্লী সফরের দ্বিতীয় দিনে একাধিক বিরোধী দলীয় নেতার সাথে সাক্ষাৎ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিরোধী দলগুলোকে নিয়ে একটি মহাজোট গঠনের লক্ষ্যে প্রয়াস শুরু করেছেন নীতীশ কুমার । গত মাসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বিহারে নয়া সরকার গঠন করেন নীতীশ কুমার । মঙ্গলবারে সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে সাক্ষাতের পর নীতীশ কুমার বলেন , সমস্ত বাম দলগুলো , কংগ্রেস এবং আঞ্চলিক দলগুলোকে নিয়ে একটি মহাজোট গঠনের সময় এসেছে । ২০২৪ এর নির্বাচনে বিজেপিকে ক্ষমতার মসনদ থেকে ছুঁড়ে ফেলতে হলে এই জোট গঠন অত্যন্ত জরুরি । এই সময়ই তিনি জানান যে প্রধানমন্ত্রী হবার জন্য লালায়িত নন তিনি এবং এমন কোনও ইচ্ছাও উনার মনে নেই । আইএনএলডি সুপ্রিমো ওপি চৌতালা , এসপি প্রধান মুলায়েম সিং যাদব এবং তার ছেলে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব , সিপিআই দলের সাধারণ ডি রাজার সাথেও সাক্ষাৎ করেন নীতীশ কুমার । অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকে দিল্লীর উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং জেডি ( ইউ ) নেতা সঞ্জয় ঝাও উপস্থিত ছিলেন । নীতীশ কুমারের সঙ্গে বৈঠক নিয়ে সীতারাম ইয়েচুরি এবং দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল উভয়েই সন্তোষ প্রকাশ করেন । বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নীতীশের এই প্রয়াস ভারতের রাজনীতিতে এক নতুন ইঙ্গিত বহন করছে বলে মনে করেন উভয়েই । বৈঠকে শিক্ষা , স্বাস্থ্য , অপারেশন লোটাস , ঘোড়া কেনাবেচার মাধ্যমে নির্বাচিত সরকারগুলোকে ফেলে দেওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানান নেতারা । প্রাক্তন প্রধানমন্ত্রী দেবিলালের জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত হতে চলা এক সমাবেশে অংশগ্রহণ করতে নীতীশ কুমারকে আমন্ত্রণ জানান ওপি চৌতালা । তবে নীতীশ কুমারের এই প্রয়াসের প্রতি এখনও কোনও ইতিবাচক সমর্থন জ্ঞাপন করেনি মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস এবং চন্দ্রশেখর রাওয়ের টিআরএস ।
মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…
কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…
অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…
অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…
মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…
অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…