নয়ডার ছাত্রী নিবাসে ভয়াবহ আগুন, প্রান রক্ষায় ঝাপ একের পর এক ছাত্রীর!!
মহাত্মা শহীদান দিবস!

অনলাইন প্রতিনিধি :-১৯৪৮ সালের ৩০ জানুয়ারি আততায়ীর গুলিতে শহীদ হয়েছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ মোহনদাস করমচাঁদ গান্ধী তথা জাতির জনক মহাত্মা গান্ধীর। সেই থেকে প্রতিবছর এই দিনটিতে সারাদেশ জুড়ে জাতির জনক মহাত্মা গান্ধীর শহীদান দিবস উদযাপন করা হচ্ছে।আজ তাঁর ৭৬তম শহীদান দিবস। রাজ্যেও দিনটি পালন করা হয় শ্রদ্ধার সাথে। এদিন সকালে সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। তার সঙ্গে ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা সহ আধিকারিকগণ।

পরবর্তীতে রাজ্যপাল গান্ধীঘাটে গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

সেখানে আয়োজন করা হয় সর্বধর্ম প্রর্থনা সভার। উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্যা শান্তনা চাকমা সহ আরও অনেকে।