Categories: বিজ্ঞান

মহাবিশ্বে হতে পারে হীরা বর্ষন, চাঞ্চল্যকর গবেষণা বিজ্ঞানীদের

এই খবর শেয়ার করুন (Share this news)

মহাবিশ জুড়ে গ্রহগুলিতে হীরা – বৃষ্টি হতে পারে । হ্যাঁ , গবেষণাপত্রে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন জার্মানির একদল পদার্থবিদ । তারা জানিয়েছেন , হীরা – বৃষ্টি হতে পারে সৌরজগতের দুরতম দুই গ্রহ ইউরেনাস এবং নেপচুনে । প্লাস্টিকের বোতল দিয়ে গবেষণার সূত্রে এই তথ্য বিজ্ঞানীরা আহরণ করেছেন । বিজ্ঞানীরা গবেষণা করে সৌরজগৎ সম্পর্কে অজানা অনেক ক্রমান্বয়ে সামনে নিয়ে এলেও ঘটনা এটাই যে আমাদের মহাবিশ্ব এখনও রহস্যে ঘেরা । সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা ভবিষ্যদ্বাণী করেন , মহাকাশ জুড়ে বিভিন্ন গ্রহে হীরা – বৃষ্টি হতে পারে ! ইউরেনাস এবং নেপচুনে ঘটে যাওয়া অদ্ভুত বৃষ্টির ওপর ভিত্তি করে বিবিধ তথ্য সংগ্রহ করে বিজ্ঞানীরা এমন ধারণায় পৌঁছেছেন । বিজ্ঞানীরা অতীতে দেখিয়েছেন যে ‘ বরফ গ্রহে ‘ অত্যন্ত উচ্চ চাপ এবং তাপমাত্রা হাইড্রোজেন এবং কার্বনকে কঠিন হীরাতে পরিণত করে । অতি সম্প্রতি সায়েন্স অ্যাডভান্সেস বিজ্ঞান জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণায় সামনে এসেছে , মহাকাশে ‘ হীরার বৃষ্টি ‘ বিজ্ঞানীদের ধারণার চেয়ে বেশি মাত্রায় ঘটতে পারে ।নেপচুন এবং ইউরেনাসের মতো বরফ গ্রহগুলিকে আমাদের সৌরজগতের বাইরের গ্রহগুলির সবচেয়ে সাধারণ রূপ হিসাবে বিবেচনা করা হয় । ইউরেনাস ও নেপচুনকে বিজ্ঞানীরা ‘ আইস জায়ান্ট ’ গ্রহ বলে থাকেন । জার্মানির এইচজেডডিআর রিসার্চ ল্যাবের বরিষ্ঠ পদার্থবিদ এবং গবেষণাপত্রের লেখক ডমিনিক ক্রাউস বলেছেন , মহাবিশ্বে হীরার বর্ষণ পৃথিবীতে জলের বৃষ্টির মতো নয় , হীরা – বৃষ্টির চরিত্র আলাদা । হীরা গঠনের প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানীরা পিইটি প্লাস্টিক ব্যবহার করেছেন , যা সাধারণত জলের বোতল এবং খাবারের প্যাকেজিংয়ে ক্ষেত্রে ব্যবহৃত হয় । কী ভাবে তারা এই গবেষণাটি করেছেন ? অধ্যাপক ডমিনিক ক্রাউস বলেছেন , তারা ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরিতে প্লাস্টিকের পেট বোতলের মধ্যে কার্বন , হাইড্রোজেন এবং অক্সিজেনের মিশ্রণে একটি উচ্চ – ক্ষমতাসম্পন্ন অপটিক্যাল লেজার প্রবেশ করান । ক্রাউস বলেছেন , তিনি খুব হালকা এক্স – রে আলোর আভায় ন্যানোডায়মন্ডের ( অতি ক্ষুদ্রাকৃতির হীরা ) গঠন লক্ষ্য করেছেন । যদিও এই ছোট হীরাগুলি খালি চোখে দেখা খুব কঠিন ছিল । তিনি ব্যাখ্যা করেছেন , যে গ্রহগুলিতে প্রচুর পরিমাণে অক্সিজেন উপস্থিত সেখানে হাইড্রোজেন পরমাণুগুলিকে কার্বন থেকে আলাদা করতে সহায়তা করে । এই প্রক্রিয়াতেই হীরা তৈরি হয় । প্রশ্ন জাগে মহাবিশ্বে এই ধরনের হীরা – বৃষ্টি হলে পৃথিবীতে তার কী প্রভাব হবে ? পৃথিবীর মাটিতে কী , সেই বৃষ্টির ছাঁট এসে লাগবে ? বিজ্ঞানী . ক্রাউস লিখেছেন , এই পরীক্ষাটি ন্যানোডায়মন্ড তৈরির একটি নতুন উপায় নির্দেশ করে । তার কথায় , ‘ মোদ্দা কথা হল , হীরা – বৃষ্টি এখনও একটি কাল্পনিক ঘটনা হিসাবে রয়ে গেছে কারণ আমাদের সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ ইউরেনাস এবং নেপচুন সম্পর্কে আমরা এখনও খুব বেশি তথ্য আহরণ করতে পারিনি । প্রকৃত পক্ষে উভয় গ্রহেই মিথেন গ্যাস রয়েছে , যার মধ্যে কার্বন আছে । উচ্চ বায়ুমণ্ডলীয় চাপের কারণে কার্বন কখনও কখনও মিথেন থেকে পৃথক হয় এবং ভারী চাপের কারণে , এই স্ফটিকগুলি তৈরি হতে শুরু করে যা আদতে একটি হীরা ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

18 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

19 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

20 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

20 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

20 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

21 hours ago