Categories: খেলা

মহারাষ্ট্রের সামনে নতজানু ত্রিপুরা

এই খবর শেয়ার করুন (Share this news)

জাতীয় জুনিয়র মহিলা ফুটবলে লজ্জাজনক ফলাফল ত্রিপুরার । অনেকেই মহারাষ্ট্রের কাছে হাফ ডজন গোলের বড় ব্যবধানে আত্মসমর্পণ ত্রিপুরা দলের । অভিজ্ঞতার অভাব এবং তার দুর্বল গোলকিপিং ও রক্ষণ ভাগের ব্যর্থতায় গুয়াহাটিতে অনূর্ধ্ব ১৭ জাতীয় জুনিয়র মহিলা ফুটবল আসরে গ্রুপের প্রথম ম্যাচে মহারাষ্ট্রের কাছে হাফ ডজন গোলের বড় ব্যবধানে হারলো ত্রিপুরা । গুয়াহাটির এলএনআইপি গ্রাউণ্ডে আজ সকালে মহারাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে ত্রিপুরা । এতে মহারাষ্ট্রের কাছে ৬-০ গোলের বড় ব্যবধানে হেরে বসে ত্রিপুরা । ম্যাচে সুমাইয়া শেখ হ্যাটট্রিক করে । ১৪ , ৫৬ ও ৭৫ মিনিটে গোল করেন সুমাইয়া । ম্যান অব দ্য ম্যাচ ঘোষিত হয়েছে সুমাইয়া । এছাড়া ৬৯ মিনিটে পূর্বা বাইকোয়াক , ৭১ মিনিটে রীতিকা সিং ও ম্যাচের শেষ মিনিটে আরতি সঞ্জয় কাটাল গোল করেন মহারাষ্ট্রের হয়ে ।

প্রথমার্ধের এক গোল এবং দ্বিতীয়ার্ধে বাকি পাঁচটি গোল হজম করতে হয়েছে ত্রিপুরাকে । এক কথায় দুর্বল ত্রিপুরা দলের বিরুদ্ধে অনেকটা বিনা লড়াইয়ে সহজেই ম্যাচ জিতে এ দিন মাঠ ছাড়ে মহারাষ্ট্র । যদিও এই ফলাফল ত্রিপুরা দলের কাছে খুব একটা অপ্রত্যাশিত ছিল না বলা যায়। এখন সামনে চণ্ডিগড় , দাদরা নগর হাভেলি ও ওড়িশার বিরুদ্ধে গ্রুপের বাকি শেষ তিনটি ম্যাচ খেলতে হবে ত্রিপুরাকে । তবে আজকের এই ম্যাচে মহারাষ্ট্রের কাছে বড় ব্যবধানে পরাজয়ের পর ত্রিপুর দলের ঘুরে দাঁড়ানো অনেক কঠিন হলো বলা চলে । তারপরও শেষ তিনটি ম্যাচে ত্রিপুরা যাতে অন্তত ভালো খেলতে পারে সেই চেষ্টাই করা হবে বলে জানিয়েছেন ত্রিপুরা দলের কোচ শোভেনজিৎ সিনহা । এখন দেখার শেষ তিনটি ম্যাচে ত্রিপুরার মেয়েরা কতটা বা লড়াই করতে পারে । জানা গেছে , ত্রিপুরা দলের ২০ জন ফুটবলারের মধ্যে মাত্র দুজনের শুধু জাতীয় জুনিয়র আসরে খেলার অভিজ্ঞতা রয়েছে । আর বাকি যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই এই প্রথম কোনও জাতীয় আসরে খেলতে গেছে ।

এছাড়া , মুষ্টিমেয় কয়েকজন রয়েছেন যারা আগে অনূর্ধ্ব ১৪ জাতীয় সাব জুনিয়র আসরে খেলেছেন । সব মিলিয়ে ত্রিপুরা টিমে জাতীয় আসরে খেলার মতো অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলারের যথেষ্ট অভাব রয়েছে । যার খেসারত দিতে হচ্ছে জাতীয় এই আসরে । গোটা ঘটনায় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । টিএফএ জেনে বুঝে কি করে এমন একটা টিম জাতীয় আসরে খেলতে পাঠিয়ে দিয়েছে । প্রশ্ন উঠছে , টিএফএ – র ফুটবল টিমের নির্বাচক কমিটির ভূমিকা নিয়েও । কিসের ভিত্তিতে ফুটবলার বাছাই করে ত্রিপুরা টিম গঠন করা হলো ? তবে টিএফএ – র এই খামখেয়ালিপনার কারণে এখন জাতীয় স্তরে ত্রিপুরার মান সম্মান নষ্ট হতে চলেছে । গোটা বিষয়টি নিয়ে টিএফএকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়েছে ফুটবল মহল । রাজধানীর গুয়াহাটি থেকে প্রায় ২৫/৩০ কিমি দূরে এলএনআইপি গ্রাউণ্ডে আজ সকাল নয়টায় আসরের উদ্বোধনী ম্যাচ তথা এক গ্রুপের প্রথম ম্যাচে ত্রিপুরা ও মহারাষ্ট্র হয়।এতে মহারাষ্ট্র ৬-০ গোলে জয়লাভ করে । প্রথমার্ধের প্রায় ২০ মিনিটে প্রথম গোল হজম করতে হয় ত্রিপুরাকে । দ্বিতীয়ার্ধে দাঁড়িয়ে অনেকটা বিনা লড়াইয়ে একের পর এক পাঁচটি গোল হজম করতে হয়েছে ।

আক্রমণভাগে দল নায়িকা বাসন্তী রিয়াং ও মৌসুমী ওরাং দুজনেই গোলের কয়েকটি সুযোগ নষ্ট করে । গোলরক্ষক বুদ্ধলক্ষ্মী দেববর্মা তেমন ভালো গোলকিপিং করতে পারেনি । গত কয়েকদিন ধরে এক টানা বৃষ্টিতে মাঠ অনেকটা কাদা ও পিচ্ছিল হয়ে পড়ে । ফলে ত্রিপুরার মেয়েরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি । এর মধ্যে ডিফেন্স লাইনেও বড় দুর্বলতা ছিল । এ দিন খেলতে নেমে হাঁটুতে অল্প বিস্তর চোট পেয়েছে কবিতা দেববর্মা , সোয়ারি দেববর্মা ও স্নেহা দেবনাথ । আগামী ২০ আগামী ২০ জুন গ্রুপের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরার প্রতিপক্ষ চণ্ডীগড় । দুপুর ১ টায় ম্যাচ । ২২ জুন দাদরা হাভেলি এবং ২৪ জুন গ্রুপের শেষ ম্যাচে ওড়িশার বিরুদ্ধে খেলতে নামবে ত্রিপুরা । ২৯ ও ৩০ জুন কোয়ার্টার ফাইনাল ম্যাচ । ২ জুলাই সেমিফাইনাল এবং ৪ জুলাই ফাইনাল ম্যাচ । এদিকে , আজ প্রথম দিনে ত্রিপুরার গ্রুপের অন্য ম্যাচে ওড়িশা ৩-১ গোলে চণ্ডীগড়কে হারায় । অন্যদিকে , দিল্লী ৩-০ গোলে তেলেঙ্গানাকে এবং বিহার ১৫-০ গোলের বড় ব্যবধানে মেঘালয়কে বিধ্বস্ত করে । গুয়াহাটির মোট পাঁচটি ভেন্যুতে খেলাগুলো হচ্ছে ।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

18 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

19 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

20 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

20 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

20 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

21 hours ago