মহালয়ায় শহর আগরতলা!!
অনলাইন প্রতিনিধি :-পিতৃপক্ষের অবসানে, অমাবস্যার পর আলোকময় দেবীপক্ষের আগমন ঘটে। এই মহালগ্নটি আমাদের জীবনে মহালয়ার বার্তা বহন করে আনে। আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনায় যে অমাবস্যা, সেদিন হচ্ছে মহালয়া। বাঙালির জীবনে মহালয়া একটি বিশেষ আবেগ ও অনুভূতি বহন করে। বেতারে প্রতি বছর বীরেন্দ্র কিশোর ভদ্রের মহিষাসুরমর্দিনী, বাঙালির জীবনে এক অন্য অনুভূতির শিহরণ
সঞ্চারিত করে। এদিন অন্ধকার থাকতেই মানুষ ঘর ছেড়ে বেড়িয়ে পড়ে, সেই অনুভূতি কে আরও বেশি করে অনুভব করতে। এবছর মহালয়ার পুণ্য প্রভাতে আগরতলা শহরের প্রতিটি রাস্তাতেই ছিল জন প্লাবন।