অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পর বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি চালু করেছে।এই বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি সার্থক হয়েছে। রাজ্যে সরকার প্রতিষ্ঠার পর শিক্ষার প্রসারে বহুমুখী প্রকল্প রূপায়ণ হচ্ছে।তার মধ্যে অন্যতম বাইসাইকেল বিতরণ।মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তেত্রিশ শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে।২০২২-২০২৩ শিক্ষাবর্ষে তেইশ হাজার তিনশোজন ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। এতে দশ কোটি এক লক্ষ ছেষট্টি হাজার টাকা ব্যয় হয়। সোমবার খয়েরপুর পল্লীমঙ্গল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রাজ্যস্তরের নবম শ্রেণী পাঠরত ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে একথাগুলো বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা.মানিক সাহা।তিনি বলেন,বর্তমান
সরকার মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে চলছে।ইতিমধ্যে রাজ্যে তিরাশি হাজার লাখপতি দিদি তৈরি হয়েছে। টিএসআর বাহিনীতে তেত্রিশ শতাংশ আসনের ভিত্তিতে ১৩৭ জন মহিলা বাহিনীতে যুক্ত হয়েছে।তিনি বলেন, শিক্ষার প্রসারে রাজ্য সরকার বহুমুখী কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে।নিট ও জেআইইতে বিশেষ কোচিংয়ের মাধ্যমে ১৪৪ জন ছাত্রছাত্রীকে সুযোগ করে দেওয়া হয়েছে। সাতজন ছাত্রছাত্রী আইআইটি,এগারোজন এনআইটি এবং দশজন ছাত্রছাত্রী এমবিবিএস করার সুযোগ পাচ্ছে এর মাধ্যমে। এছাড়াও রাজ্যের ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলের পরিকাঠামো সহ গুণগত শিক্ষার প্রসারে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বিদ্যাসেতু মডিউ দিল্লীতে উচ্চ প্রশংসা পেয়েছে।তেমনি বিদ্যাজ্যোতির একশোটি
পরিকাঠামো উন্নত করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা বলেন, খেলার ছলে কচিকাঁচাদের শিক্ষা দেওয়ার যে প্রস্তুতি নেওয়া হয়েছে এতে উপকৃত হচ্ছে শিশুরা। এদিনের বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী।
তিনি বলেন, সারা রাজ্যের পাশাপাশি খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিদ্যালয়গুলোরও ব্যাপক পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে। তেমনি স্বাস্থ্য, পানীয় জল, সড়ক যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হচ্ছে। বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, অধিকর্তা এনসি শর্মা, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ঝর্না রাণী দাস, পারিষদ উত্তম কুমার ঘোষ,পল্লীমঙ্গল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল সুশান্ত চক্রবর্তী সহ অন্যরা।
অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…
অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে গোটা দেশ এখন তোলপাড় হচ্ছে।আইনের পক্ষ-বিপক্ষ নিয়ে জাতীয় রাজনীতির পারদ এখন…
অনলাইন প্রতিনিধি :-কৈলাসহর ভগবাননগরে অবস্থিত জেলা হাসপাতালের সিটি স্ক্যান পরিষেবা আজও বন্ধ।পক্ষকালের অধিক সময় ধরে…
অনলাইন প্রতিনিধি :-ওপেনার শ্রেষ্ঠাংশু দেবের অপরাজিত শতরান (১৩৭) সৌজন্যে প্রথমবারের মতো গুয়াহাটিতে আয়োজিত বিসিসিআই-র অনূর্ধ্ব…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা সারা দেশেই ব্যাপক সাড়া ফেলেছে।বর্তমানে পরিস্থিতি এমন জায়গায়…