Categories: খেলা

মহিলাদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সূচি প্রকাশিত

এই খবর শেয়ার করুন (Share this news)

এই প্রথমবার আয়োজিত হতে চলেছে আইসিসি অনূর্ধ্ব -১৯ মহিলা টি ২০ বিশ্বকাপ । কবে কোথায় বসবে টুর্নামেন্টের উদ্বোধনী আসর , তা নির্ধারিত হয়েছে আগেই । এবার প্রকাশিত হল টুর্নামেন্টের সূচি । মহিলাদের অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে চলেছে এবার । ২০২৩ সালের ১৪ জানুয়ারি শুরু হবে উদ্বোধনী অনূর্ধ্ব -১৯ মহিলা টি -২০ বিশ্বকাপ । চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত । ১৫ দিনে মোট ৪১ টি ম্যাচ খেলবে দলগুলি । গ্রুপ লিগে প্রতিদিন চারটি করে দল মাঠে নামবে । উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশ । দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পোচেসস্ট্রমে বসবে অনূর্ধ্ব -১৯ মহিলা টি -২০ বিশ্বকাপের আসর । ২০২০ সালে এই দুটি শহরেই আয়োজিত হয় অনূর্ধ্ব -১৯ ছেলেদের বিশ্বকাপ। মোট ১৬ টি দল অংশ নেবে মেগা আসরে । আইসিসি – র ১১ টি পূর্ণ সদস্য দলের সঙ্গে ৫ টি সহযোগী দল মাঠে নামবে । আয়োজক দক্ষিণ আফ্রিকা ছাড়া বিশ্বকাপে অংশ নেবে অস্ট্রেলিয়া , বাংলাদেশ , শ্রীলঙ্কা , আমেরিকা , ইংল্যান্ড , পাকিস্তান , জিম্বাবোয়ে , রোয়ান্ডা , আয়ারল্যান্ড , ইন্দোনেশিয়া , নিউজিল্যান্ড , ওয়েস্ট ইন্ডিজ , ভারত , আমিরশাহি ও স্কটল্যান্ড । ১৬ টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে । প্রতিটি গ্রুপের ৩ টি করে দল সুপার সিক্স রাউন্ডের যোগ্যতা অর্জন করবে । সুপার সিক্স রাউন্ড হবে দুটি পৃথক গ্রুপে । এ – গ্রুপের দলগুলি মাঠে নামবে ডি – গ্রুপের দলগুলির বিরুদ্ধে । ভারত – পাক সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা কমই । দুটি দল পৃথক গ্রুপে রয়েছে। সুপার সিক্সেও দেখা হবে না , একমাত্ৰ নকআউট পর্বেই দেখা হতে পারে দুই দলের । বি – গ্রুপের দলগুলি খেলতে নামবে সি – গ্রুপের দলগুলির বিরুদ্ধে । সুপার সিক্সের বিভাগে ২ টি গ্রুপের ২ টি করে দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে । তারপর হবে ফাইনাল ম্যাচ । দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পোচেস্ট্রমে বসবে অনূর্ধ্ব -১৯ মহিলা টি -২০ বিশ্বকাপের আসর । ২০২০ সালে এই দু’টি শহরেই আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব -১৯ ছেলেদের বিশ্বকাপ । টুর্নামেন্টে ভারত রয়েছে ডি গ্রুপে । পাকিস্তান রয়েছে বি – গ্রুপে সুতরাং গ্রুপ লিগে দু’দলের লড়াই দেখা যাবে না । সুপার সিক্সে ডি গ্রুপের সঙ্গে বি – গ্রুপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই । তাই সুপার সিক্স পর্যায়েও ভারত – পাক লড়াই দেখা যাবে না । সুতরাং , দু’দল সেমিফাইনালে উঠলে এবং সুপার সিক্সে কোনও একদল এক নম্বরে এবং অপর দল দু’নম্বরে থাকলে তবেই ভারত – পাকিস্তান ম্যাচ দেখা যেতে পারে অনূর্ধ্ব -১৯ মহিলা টি ২০ বিশ্বকাপে । তা নাহলে যদি উভয় দল ফাইনালে ওঠে , সেক্ষেত্রে একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে পারে ভারত ও পাকিস্তান ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

20 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

21 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

21 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

21 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

21 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

22 hours ago