মহিলাদের চিকিৎসায় এবার বিশেষ অ্যাপ আনলেন ডাক্তাররা!!

অনলাইন প্রতিনিধি :-‘আরোগ্য সখী’ নামে
মহিলাদের জন্য এবার নিখরচার একটি অ্যাপ নিয়ে এল ফেডারেশন অফ অবস্ট্রেট্রিক অ্যান্ড গায়নকলজিক্যাল সোসাইটিজ (এফওজিএসআই)। এই ফেডারেশনের অধীনে গোটা দেশের ৪৬ হাজার অবস্ট্রেটিশিয়ানস এবং গায়নকলজিস্ট রয়েছেন। সারভাইকাল ক্যানসার, টীকাকরণ, মেনোপজ এবং গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নানা ধরনের পরামর্শ দেওয়া হবে অ্যাপের মাধ্যমে। ইউনিসেফের সহযোগিতায় অ্যাপটি নিয়ে এসেছে চিকিৎসকদের এই ফেডারেশন। এফওজিএসআই-এর সভাপতি ডাঃ সুনীতা তেন্ডুলওয়াড়কর বলেন, ‘ধারাবাহিকভাবে সেলফ ডায়াগনসিস এবং সেলফ মেডিকেশন যখন জরুরি তখন সেই ধরনের তথ্য দিতে হবে একটি অ্যাপের খুবই প্রয়োজন, আর সেই অ্যাপটিতে চিকিৎসকদের পরামর্শ থাকতে হবে।’ এই চিকিৎসকের মতে, বিভিন্ন ওয়েবসাইট থেকে অনেক সময়েই অনেকে অনেক তথ্য পেয়ে যান, কিন্তু সেইসব তথ্য সবসময় সঠিক হয় না।’রোগীরা অনেকসময় আমাদের কাছে বলে যে অনলাইন তিনি কোনও তথ্য পেয়েছেন এবং তাতেই তিনি বিশ্বাস করে ফেলেন। এতে আমাদের পক্ষে চিকিৎসা করাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়’, বললেন এই চিকিৎসক। যারা অনলাইনে বিভিন্ন তথ্য পেতে চান তাদের কাছে এই আরোগ্য সখী অ্যাপটি যথেষ্ট সহায়ক হবে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। গর্ভাবস্থায় কাশি এবং সর্দি হলে কী ধরনের ওষুধ খাওয়া প্রয়োজন অথবা কেনও একটি নির্দিষ্ট খাবার খাওয়া উচিত না অনুচিত সেই সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন চিকিৎসকেরা। এছাড়া সারভাইক্যাল ক্যানসারের টীকাকরণ অথবা ইউনিসেফ বা এফওজিএসআই-এর নানা কর্মসূচী সম্পর্কেও জানা যাবে অ্যাপে।