মহিলাদের স্বনির্ভর করে তোলা প্রধানমন্ত্রীর সংকল্প : মুখ্যমন্ত্রী!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-দেশের মহিলাদের শুধু মর্যাদা দেওয়াই নয়, মহিলাদের আর্থ সামাজিক মান উন্নয়ন এবং মহিলাদের স্বনির্ভর করে তোলাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যতম প্রধান সংকল্প।প্রথমে দেশের মুসলিম মহিলাদের অভিশাপ ‘ট্রিপল তালাক’ প্রথা তুলে দিয়ে প্রধানমন্ত্রী মোদি মুসলিম মা-বোনদের আত্মসম্মান ফিরিয়ে দিয়েছেন।মুসলিম মা-বোনেরা আজ মাথা তুলে বাঁচতে শিখেছে।তারা তাদের অধিকার ফিরে পেয়েছে।এখানেই শেষ নয়, মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ আইন পাস করে গোটা দেশেই দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী মোদি।মহিলাদের কীভাবে স্বনির্ভর করা যায়, নিজের পায়ে দাঁড়িয়ে মহিলারা কিভাবে আত্মনির্ভর হয়ে উঠতে পারে,তারজন্য প্রধানমন্ত্রী একাধিক প্রকল্প গ্রহণ করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে স্বসহায়ক দল গঠন।এর মাধ্যমে আজ দেশের মহিলারা স্বরোজগারি হচ্ছে।রাজ্য সরকারও সেই দিশাতে কাজ করছে।

শুক্রবার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ১৮তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধন করে একথাগুলি বলেন।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সংকল্প বাস্তবায়িত করতে ইতিমধ্যেই রাজ্যের মহিলাদের নিয়ে স্বসহায়ক দল গঠনের মধ্য দিয়ে লাখপতি দিদি বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে ৫১ হাজার
৩৬৪টি স্বসহায়ক দল গঠন করা হয়েছে।এই স্বসহায়ক দলগুলির সঙ্গে যুক্ত হয়েছেন মোট ৪ লক্ষ ৬৬ হাজার ৫৬৬ জন মহিলা।এবারের সরস মেলার ভাবনা হলো ‘লাখপতি দিদি ত্রিপুরার অগ্রগতি’।এই উপলক্ষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ ‘লাখপতি দিদি’ বইয়ের দ্বিতীয় সংস্করণের মলাট উন্মোচন করেন।উল্লেখ্য,ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন আয়োজিত এবারের মেলায় মোট ৩৭৭টি স্টল খোলা হয়েছে।

যার মধ্যে ৩৪৬টিতে রাজ্যের বিভিন্ন জেলার স্বসহায়ক দলের সদস্যরা তাদের উৎপাদিত সামগ্রীর পসরা নিয়ে বসেছেন।এছাড়াও ছয়টি স্টল দেশের অন্যান্য রাজ্যের স্বসহায়ক দলের পক্ষ থেকে এবং বাকি স্টলগুলি বিভিন্ন ব্যাঙ্ক ও দপ্তরের পক্ষ থেকে খোলা হয়েছে।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের মহিলাদের স্বশক্তিকরণে বর্তমান সরকার সদা পাশে রয়েছে।তাই এই সরকারের আমলে সরকারী চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।ইতিমধ্যে নবম শ্রেণীতে পাঠরত রাজ্যের প্রায় এক লক্ষ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়েছে।তাছাড়াও এবারের বাজেটে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামক নতুন প্রকল্পে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রথম ১০০ জন ছাত্রীকে স্কুটি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।তাছাড়া মহিলাদের সুবিধার্থে রাজ্যে মোট নয়টি মহিলা থানা,ছয়টি ফ্যামিলি কোর্ট, প্রত্যেক জেলায় একটি করে ওয়ান স্টপ সেন্টার চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাখপতি দিদি এবং ড্রোন দিদি এই কর্মসূচিতে দেশের মহিলাদের স্বশক্তিকরণের যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা পূরণে রাজ্য সরকারও বদ্ধপরিকর। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল রাজ্যের মহিলাদের উন্নয়নে সরকার মিশন মোডে যে পদক্ষেপ নিয়েছে তা বিস্তারিত তুলে ধরেন।অনুষ্ঠানে স্বাগত ভাষণে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের মুখ্যকার্যনির্বাহী আধিকারিক বি কাউর বলেন, এখন পর্যন্ত রাজ্যে প্রায় ৮২ হাজারের উপর লাখপতি দিদি রয়েছেন।১৮তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধন করে একথাগুলি বলেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সংকল্প বাস্তবায়িত করতে ইতিমধ্যেই রাজ্যের মহিলাদের নিয়ে স্বসহায়ক দল গঠনের মধ্য দিয়েবলাখপতি দিদি বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।ইতিমধ্যেই রাজ্যে ৫১ হাজার ৩৬৪টি স্বসহায়ক দল গঠন করা হয়েছে।এই স্বসহায়ক দলগুলির সঙ্গে যুক্ত হয়েছেন মোট ৪ লক্ষ ৬৬ হাজার ৫৬৬ জন মহিলা।এবারের সরস মেলার ভাবনা হলো ‘লাখপতি দিদি ত্রিপুরার অগ্রগতি’।এই উপলক্ষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ ‘লাখপতি দিদি’ বইয়ের দ্বিতীয় সংস্করণের মলাট উন্মোচন করেন।উল্লেখ্য,ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন আয়োজিত এবারের মেলায় মোট ৩৭৭টি স্টল খোলা হয়েছে। যার মধ্যে ৩৪৬টিতে রাজ্যের বিভিন্ন জেলার স্বসহায়ক দলের সদস্যরা তাদের উৎপাদিত সামগ্রীর পসরা নিয়ে বসেছেন।এছাড়াও ছয়টি স্টল দেশের অন্যান্য রাজ্যের স্বসহায়ক দলের পক্ষ থেকে এবং বাকি স্টলগুলি বিভিন্ন ব্যাঙ্ক ও দপ্তরের পক্ষ থেকে খোলা হয়েছে।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের মহিলাদের স্বশক্তিকরণে বর্তমান সরকার সদা পাশে রয়েছে। তাই এই সরকারের আমলে সরকারী চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।ইতিমধ্যে নবম শ্রেণীতে পাঠরত রাজ্যের প্রায় এক লক্ষ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়েছে।তাছাড়াও এবারের বাজেটে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামক নতুন প্রকল্পে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রথম ১০০ জন ছাত্রীকে স্কুটি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।তাছাড়া মহিলাদের সুবিধার্থে রাজ্যে মোট নয়টি মহিলা থানা, ছয়টি ফ্যামিলি কোর্ট, প্রত্যেক জেলায় একটি করে ওয়ান স্টপ সেন্টার চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাখপতি দিদি এবং ড্রোন দিদি এই কর্মসূচিতে দেশের মহিলাদের স্বশক্তিকরণের যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা পূরণে রাজ্য সরকারও বদ্ধপরিকর। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল রাজ্যের মহিলাদের উন্নয়নে সরকার মিশন মোডে যে পদক্ষেপ নিয়েছে তা বিস্তারিত তুলে ধরেন।অনুষ্ঠানে স্বাগত ভাষণে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের মুখ্যকার্যনির্বাহী আধিকারিক বি কাউর বলেন, এখন পর্যন্ত রাজ্যে প্রায় ৮২ হাজারের উপর লাখপতি দিদি রয়েছেন।২০২৫ সালের মধ্যে আরও এক লক্ষের বেশি লাখপতি দিদি বানানোর লক্ষ্য নিয়ে দপ্তর কাজ করছে।উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিগণ মেলা প্রাঙ্গণে কয়েকটি স্টল ঘুরে দেখেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য, বিধায়ক মীনা রাণী সরকার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. বিশাল কুমার।১৮তম আঞ্চলিক সরস মেলা আগামী ৮ জানুয়ারী পর্যন্ত চলবে।

Dainik Digital

Recent Posts

বিভৎস ট্রেন দুর্ঘটনা, ছিটকে গেল চলন্ত তিনটি মালগাড়ির কামরা!!

অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…

13 hours ago

চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…

17 hours ago

দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ!!

অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…

17 hours ago

মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথির মুখ নরেন্দ্র মোদী!!

শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…

20 hours ago

ধন্যবাদার্হ!!

কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…

20 hours ago

নয়া জঙ্গি তৎপরতার উপর নজর রাখছে পুলিশ :ডিজিপি!!

অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…

22 hours ago