অনলাইন প্রতিনিধি :- রাজ্য ক্রিকেটের ইতিহাসে প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে বিসিসিআইর মহিলা আইপিএল ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্সের ট্রায়াল ক্যাম্পে ইতিমধ্যে ডাক পেয়েছেন রাজ্য সিনিয়র মহিলা দলের অন্যতম অলরাউণ্ডার প্রিয়াঙ্কা আচার্যী। গুজরাট টাইটান্সের ট্রায়ালে যোগ দেবার জন্য আগামীকালই শহর ছাড়ছেন প্রিয়াঙ্কা। তার ঠিক কয়েক ঘন্টা আগে ঘরোয়া ক্লাব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল এগিয়ে চলো সংঘ আজ তাদের প্রিয় ক্রিকেটারকে সংবর্ধিত করল। এদিন বিকালে উমাকান্ত একাডেমির নিজেদের কোচিং সেন্টারের খুদে ক্রিকেটারদের সামনে দিদি প্রিয়াঙ্কাকে সংবর্ধনা জানায় এগিয়ে চলো সংঘ। ক্লাব সম্পাদক সুমন্ত গুপ্ত প্রিয়াঙ্কাকে তার স্বপ্নের আইপিএলে খেলার লক্ষ্যে ট্রায়ালে ডাক পাওয়ার জন্য শুভেচ্ছা জানান। পাশাপাশি তার সাফল্যও কামনা করেন। সুমন্ত গুপ্ত বলেন, আমরা আশা করছি প্রিয়াঙ্কা ট্রায়ালে নিজের সেরাটা দিয়ে গুজরাট টাইটান্সের জার্সি গায়ে চাপাবে। রাজ্যের মুখ উজ্জ্বল করবে। তোমার দেখাদেখি রাজের মহিলা ক্রিকেটার থেকে আজকের দিনে খুদে
ক্রিকেটাররাও অনুপ্রাণিত হবে। উজ্জীবিত হবে। পরে ক্লাবের মহিলা ক্রিকেট কোচ সুতপা দাস প্রিয়াঙ্কার হাতে শুভেচ্ছা স্বরূপ পুষ্পস্তবক তুলে দেন। এছাড়া ক্লাবের কোচিং সেন্টার কোচ দেবজিৎ দত্ত প্রিয়াঙ্কার হাতে টি- শার্ট তুলে দেন। এভাবে নিজ ক্লাবের কর্মকর্তা ও কোচদের হাতে সংবর্ধিত ও শুভেচ্ছা পেয়ে রীতিমতো আপ্লুত প্রিয়াঙ্কা। তিনি কথা দিয়েছেন ট্রায়ালে নিজের সেরাটা দিয়েই আইপিএলে খেলার জন্য নির্বাচিত হবেন এবং খেলার সুযোগ পেয়ে নিজের সেরাটা দেবেন।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…