এই বছরের শুরুতেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছিল, ২০২৩ সাল থেকে মহিলাদের টি-২০ চ্যালেঞ্জ ছয় দলের হতে চলেছে। আর সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভারতীয় মহিলা ক্রিকেট মহলে উল্লাস দেখা দিয়েছিল। আর গত সোমবার থেকে এইবারের মরশুমে টি-২০ চ্যালেঞ্জ শুরু হয়েছে। প্রথম ম্যাচে ট্রেলব্লেজার্স ও সোপারনোভা একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। আর সেই ম্যাচে নামার আগেই ট্রেল্বলেজার্সের অধিনায়ক স্মৃতি মান্ধানা টি-২০ চ্যালেঞ্জ নিয়ে কথা বললেন। টি-২০’র এই ফ্র্যাঞ্চাইজি লিগ যে মহিলাদের ক্রিকেটে অতিরিক্ত সুবিধা এনে দিয়েছে সেটাও কিন্তু জানিয়েছেন মান্ধানা।
টি-২০ চ্যালেঞ্জের প্রথম ম্যাচে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় দলের এই তারকা খেলোয়াড় বলেছেন, ‘ আমাদের মহিলাদের ক্রিকেটে অনেক নতুন প্রতিভা রয়েছে। ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো ফল করতে পারলে বিশ্ব ক্রিকেটে অনেক রাস্তা খুলে যায়। তাই এই টুর্নামেন্টের বিস্তার আরও বেশি হলে ভারতীয় মহিলাদের ক্রিকেটে আরও পথ খুলে যাবে।’
বিশ্বকাপে ভারতীয় মহিলা দল ভাল ফল করতে পারেনি। সেই কারণে দলের সব খেলোয়াড়রা আগামী দিনে সীমিত ওভারের ক্রিকেটে ভাল করার জন্য দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকেও বেশি নজর দিচ্ছে। এই মুহূর্তে ভারতীয় দলে দীপ্তি শর্মা, শেফালি বর্মার মতো অনেক প্রতিভাবান ক্রিকেটাররা রয়েছেন। আর তারা যে এইবারের টি-২০ চ্যালেঞ্জে ভাল ফল করতে পারবে সেটা কিন্তু ভারতীয় বোর্ডের অনেক কর্তারাই আশা করছেন। আগামী শনিবার পর্যন্ত টি-টোয়েন্টি চ্যালেঞ্জ চলবে।
অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে ত্রিপুরা রাজ্যে মুক্তির জন্য যে রাস্তা তৈরি করেছি সেই রাস্তাকে আরও…
অনলাইন প্রতিনিধি :-কৃষিকাজে বহুল ব্যবহৃত ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারে স্পেশাল ভর্তুকি রবি ও বোরো…
অনলাইন প্রতিনিধি :-রবিবারও ঘন কুয়াশার জেরে ভোগান্তি অব্যাহত রইল। ৬টি বিমান বাতিল হয়েছে। ১২৩টি বিমানের…
অনলাইন প্রতিনিধি :-ঘন কুয়াশার দাপটে ব্যাহত দিল্লি-সহ উত্তর ভারত। স্তব্ধ বিমান থেকে ট্রেন পরিষেবা। শনিবার…
অনলাইন প্রতিনিধি :- কৈলাসহরে ফার্মেসির আড়ালে চলছে চিকিৎসকদের প্রাইভেট ক্লিনিক সহ রক্ত ও অন্যান্য পরীক্ষা।…
ভারতে বিরোধী দলীয় রাজনীতিতে, ইন্ডিয়া জোটের কেন্দ্রীয় চরিত্র কংগ্রেসকে নিয়ে শরিকদের মধ্যে টানাপোড়েন বাড়ছে। সর্বশেষ…