মাত্র দুদিন আগেই ঘরোয়া মহিলা ক্রিকেটে অনূর্ধ্ব ষোল নতুন টুর্নামেন্ট শুরুর সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই । এবার বোর্ড মহিলা ক্রিকেটের উন্নতি তথা একটা মজবুত রিজার্ভ বেঞ্চ তৈরি করার উদ্যোগ নিতে যাচ্ছে । সিদ্ধান্ত হয়েছে পুরুষ ক্রিকেট দলের মতো এখন থেকে মহিলাদেরও ইণ্ডিয়া এ নামে একটি দলকে বিদেশ সফরে পাঠানো হবে । তা প্রতি বছরই চলবে । এ দলকে বাইরে পাঠানোর পেছনে মহিলা ক্রিকেটের সাপ্লাই লাইন বা রিজার্ভ বেঞ্চ মজবুত করাই লক্ষ্য বোর্ডের । নি:সন্দেহে মহিলা ক্রিকেটের জন্য এটি বোর্ডের একটি দারুণ উদ্যোগ বা পদক্ষেপ ।
দুদিন আগেই বোর্ড জুনিয়র মহিলা ক্রিকেটের জন্য নতুন এক টুর্নামেন্ট ( অনূর্ধ্ব ষোল ) করার উদ্যোগ নেয় । এক দিবসীয় ম্যাচের এই নতুন টুর্নামেন্ট ছাব্বিশ ডিসেম্বর থেকে শুরু হবে । চলবে তেসরা জানুয়ারী পর্যন্ত । অনূর্ধ্ব ষোল মহিলাদের টুর্নামেন্টটি অবশ্য জোনালভিত্তিক হবে নকআউট নয় । যে দল বেশি পয়েন্ট পাবে তারাই চ্যাম্পিয়ন হবে । যদিও অনূর্ধ্ব তেইশ মহিলাদের এই দুটি টুর্নামেন্ট করোনার জন্য গত দু’বছর অনুষ্ঠিত হয়নি । এবার অবশ্য এই দুটি টুর্নামেন্টও বোর্ডের বার্ষিক ক্যালেণ্ডারে থাকছে ।
এদিকে , এ বছর প্রথমবারের মতো শুরু করতে যাওয়া অনূর্ধ্ব ষোল টুর্নামেন্ট সম্পর্কে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি মিডিয়াকে আরও জানান , অনূর্ধ্ব উনিশ মহিলা টি – টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এবার দেশব্যাপী অনূর্ধ্ব ষোল টুর্নামেন্ট করার উদ্যোগ নিয়েছে বোর্ড । আগামী বছর জানুয়ারী মাসে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি – টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ।
বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি মিডিয়াকে আরও একটা ব্যাপারে জানান , বোর্ড খুব শীঘ্রই অনূর্ধ্ব তেইশ মহিলা ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ করার পথে । এর কারণ হিসাবে বোর্ড সভাপতি বলেন , অধিকাংশ মহিলা ক্রিকেটারই সিনিয়র ঘরোয়া ক্রিকেট শুরু করে তখন তাদের বয়স ২০ – এর উপর হয়ে যায়। পুরুষদের ক্ষেত্রে তা না হওয়ায় অনূর্ধ্ব ২৩ পুরুষদের টুর্নামেন্টটি বোর্ড বন্ধ করছে না
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…
অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…
অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…
একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…