Categories: খেলা

মহিলা ক্রিকেটে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিসিসিআই

এই খবর শেয়ার করুন (Share this news)

মাত্র দুদিন আগেই ঘরোয়া মহিলা ক্রিকেটে অনূর্ধ্ব ষোল নতুন টুর্নামেন্ট শুরুর সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই । এবার বোর্ড মহিলা ক্রিকেটের উন্নতি তথা একটা মজবুত রিজার্ভ বেঞ্চ তৈরি করার উদ্যোগ নিতে যাচ্ছে । সিদ্ধান্ত হয়েছে পুরুষ ক্রিকেট দলের মতো এখন থেকে মহিলাদেরও ইণ্ডিয়া এ নামে একটি দলকে বিদেশ সফরে পাঠানো হবে । তা প্রতি বছরই চলবে । এ দলকে বাইরে পাঠানোর পেছনে মহিলা ক্রিকেটের সাপ্লাই লাইন বা রিজার্ভ বেঞ্চ মজবুত করাই লক্ষ্য বোর্ডের । নি:সন্দেহে মহিলা ক্রিকেটের জন্য এটি বোর্ডের একটি দারুণ উদ্যোগ বা পদক্ষেপ ।

দুদিন আগেই বোর্ড জুনিয়র মহিলা ক্রিকেটের জন্য নতুন এক টুর্নামেন্ট ( অনূর্ধ্ব ষোল ) করার উদ্যোগ নেয় । এক দিবসীয় ম্যাচের এই নতুন টুর্নামেন্ট ছাব্বিশ ডিসেম্বর থেকে শুরু হবে । চলবে তেসরা জানুয়ারী পর্যন্ত । অনূর্ধ্ব ষোল মহিলাদের টুর্নামেন্টটি অবশ্য জোনালভিত্তিক হবে নকআউট নয় । যে দল বেশি পয়েন্ট পাবে তারাই চ্যাম্পিয়ন হবে । যদিও অনূর্ধ্ব তেইশ মহিলাদের এই দুটি টুর্নামেন্ট করোনার জন্য গত দু’বছর অনুষ্ঠিত হয়নি । এবার অবশ্য এই দুটি টুর্নামেন্টও বোর্ডের বার্ষিক ক্যালেণ্ডারে থাকছে ।

এদিকে , এ বছর প্রথমবারের মতো শুরু করতে যাওয়া অনূর্ধ্ব ষোল টুর্নামেন্ট সম্পর্কে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি মিডিয়াকে আরও জানান , অনূর্ধ্ব উনিশ মহিলা টি – টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এবার দেশব্যাপী অনূর্ধ্ব ষোল টুর্নামেন্ট করার উদ্যোগ নিয়েছে বোর্ড । আগামী বছর জানুয়ারী মাসে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি – টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ।

বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি মিডিয়াকে আরও একটা ব্যাপারে জানান , বোর্ড খুব শীঘ্রই অনূর্ধ্ব তেইশ মহিলা ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ করার পথে । এর কারণ হিসাবে বোর্ড সভাপতি বলেন , অধিকাংশ মহিলা ক্রিকেটারই সিনিয়র ঘরোয়া ক্রিকেট শুরু করে তখন তাদের বয়স ২০ – এর উপর হয়ে যায়। পুরুষদের ক্ষেত্রে তা না হওয়ায় অনূর্ধ্ব ২৩ পুরুষদের টুর্নামেন্টটি বোর্ড বন্ধ করছে না

Dainik Digital

Recent Posts

ইণ্ডিগো বিমানে পড়ল বাজ, ভাঙল সামনের অংশ, শ্রীনগরে জরুরি অবতরণ!!

অনলাইন প্রতিনিধি :-প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে শ্রীনগর ভায়া দিল্লিগামী বিমান। সন্ধে থেকেই বজ্রপাত ও প্রবল…

27 mins ago

ছত্রিশগড়ে নিরাপত্তাবাহিনীর সাথে জঙ্গির লড়াইয়ে খতম ২৭ মাওবাদী!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার সকালে অবুঝমাঢ়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে কমপক্ষে ২৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে…

9 hours ago

পাকিস্তানে স্কুল বাসে আত্মঘাতী বোমা হামলা, মৃত ৪শিশু আহত ৩৮!!

অনলাইন প্রতিনিধি :-বালুচিস্তানে স্কুল বাসে আত্মঘাতী বোমা হামলা ৷ ঘটনায় মৃত্যু হয়েছে চার শিশুর ৷…

10 hours ago

কলকাতার আকাশে একঝাঁক ড্রোন!!

অনলাইন প্রতিনিধি :- কলকাতার আকাশে একঝাঁক রহস্যময় ড্রোন। ঘটনাটি ঘটে সোমবার। অন্তত আট থেকে দশটি…

11 hours ago

ফের ধ্বসে বিপর্যস্ত উত্তর সিকিম!!

অনলাইন প্রতিনিধি :-টানা বৃষ্টির কারণে ধ্বস নামে উত্তর সিকিমে ।এর জেরে বন্ধ লাচেন এবং লাচুংয়ের…

11 hours ago

টাটা গ্রুপের সাথে লিজ এগ্রিমেন্ট,কর্মসংস্থানের সৃষ্টি করবে পুষ্পবন্ত প্যালেস : মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-পুষ্পবন্ত প্যালেসে পাঁচতারা হোটেল নির্মাণ নিয়ে বহু জল্পনা হয়েছে। মুখ্যমন্ত্রী অবশ্য বলেছিলেন, হোটেল…

11 hours ago