টিএফএর মহিলা লীগ ফুটবল আসরের খেতাব নির্ণায়ক ম্যাচ মঙ্গলবার স্পোর্টস স্কুলের বিরুদ্ধে লড়াইয়ে নামছে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার । এডি নগর পুলিশ গ্রাউন্ডে মঙ্গলবার বিকেল তিনটায় ম্যাচটি শুরু হবে । ওই ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে জিতলে অথবা কমপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলতে পারবে বিশ্রামগঞ্জ পে ল সেন্টার । তবে যদি বিশ্রামগঞ্জ প্লে সেন্টার হারে সে ক্ষেত্রে গোলের অংকে আসরের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নির্ণয় হবে । আপাতত বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের তিন ম্যাচে সাত পয়েন্ট । কিল্লা মর্নিং ক্লাবের চার ম্যাচে সাত পয়েন্ট ও জম্পুইজলা প্লে সেন্টারের চার ম্যাচে সাত পয়েন্ট । অন্যদিকে , ত্রিপুরা স্পোর্টস স্কুলের তিন ম্যাচে চার পয়েন্ট । আগামীকাল বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের বিরুদ্ধে ম্যাচ জিততে পারলে ত্রিপুরা স্পোর্টস স্কুলেরও চার ম্যাচে সাত পয়েন্ট হবে । সে ক্ষেত্রে দেখা হবে চার দলের গোলের বিষয়টি । আপাতত চার দলের গোলের দিকে তাকালে দেখা যায় , গোলের দিকেও বিশ্রামগঞ্জ প্লে সেন্টার অনেকটাই এগিয়ে । বিশ্রামগঞ্জ প্লে সেন্টার তিন ম্যাচে দশ গোল দিয়েছে । গোল হজম করতে হয়েছে একটি ( গোল +৯ ) জম্পুইজলা প্লে সেন্টার চার ম্যাচে দশ গোল দিয়েছে । গোল হজম করেছে চারটি ( গোল +৬ ) । যেখানে কিল্লা মর্নিং ক্লাব চার ম্যাচে আট গোল দিয়েছে ( গোল +৪ ) । অন্যদিকে , ত্রিপুরা স্পোর্টস স্কুল তিন ম্যাচে নয় গোল দিয়েছে । আবার গোল হজম করেছে চারটি ( গোল +৫ ) । আগামীকাল খেতাব নির্ণায়ক ম্যাচে স্পোর্টস স্কুলের বিরুদ্ধে জিততে নিজেদের সর্বশক্তি নিয়ে মাঠে ঝাঁপাবে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার তা বলার অপেক্ষা রাখে না । তবে ত্রিপুরা স্পোর্টস স্কুলও ট্রফি জিততে শেষ লড়াই করে যাবে । তবে বড় গোল ব্যবধানে ম্যাচ জিততে পারলেই চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তুলতে পারবে স্পোর্টস স্কুল । আগামীকালের ম্যাচে শক্তির বিচারে ত্রিপুরা স্পোর্টস স্কুলের চাইতে অনেকটা এগিয়ে রয়েছে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার । জুনিয়র ও নতুনদের নিয়ে এবার স্পোর্টস স্কুলের টিম হয়েছে । অন্যদিকে , বিশ্রামগঞ্জ প্লে সেন্টার টিমে জুনিয়র ও সিনিয়র অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলারদের নিয়ে গড়া হয়েছে । এদিকে , আগামীকাল ম্যাচ শেষে মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে । চ্যাম্পিয়ন দলকে পনেরো হাজার টাকা ও রানার্স দলকে দশ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি দেওয়া হবে । উপস্থিত থাকবেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…