Categories: খেলা

মহিলা ফুটবলের অঘোষিত ফাইনাল ম্যাচ আজ

এই খবর শেয়ার করুন (Share this news)

টিএফএর মহিলা লীগ ফুটবল আসরের খেতাব নির্ণায়ক ম্যাচ মঙ্গলবার স্পোর্টস স্কুলের বিরুদ্ধে লড়াইয়ে নামছে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার । এডি নগর পুলিশ গ্রাউন্ডে মঙ্গলবার বিকেল তিনটায় ম্যাচটি শুরু হবে । ওই ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে জিতলে অথবা কমপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলতে পারবে বিশ্রামগঞ্জ পে ল সেন্টার । তবে যদি বিশ্রামগঞ্জ প্লে সেন্টার হারে সে ক্ষেত্রে গোলের অংকে আসরের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নির্ণয় হবে । আপাতত বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের তিন ম্যাচে সাত পয়েন্ট । কিল্লা মর্নিং ক্লাবের চার ম্যাচে সাত পয়েন্ট ও জম্পুইজলা প্লে সেন্টারের চার ম্যাচে সাত পয়েন্ট । অন্যদিকে , ত্রিপুরা স্পোর্টস স্কুলের তিন ম্যাচে চার পয়েন্ট । আগামীকাল বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের বিরুদ্ধে ম্যাচ জিততে পারলে ত্রিপুরা স্পোর্টস স্কুলেরও চার ম্যাচে সাত পয়েন্ট হবে । সে ক্ষেত্রে দেখা হবে চার দলের গোলের বিষয়টি । আপাতত চার দলের গোলের দিকে তাকালে দেখা যায় , গোলের দিকেও বিশ্রামগঞ্জ প্লে সেন্টার অনেকটাই এগিয়ে । বিশ্রামগঞ্জ প্লে সেন্টার তিন ম্যাচে দশ গোল দিয়েছে । গোল হজম করতে হয়েছে একটি ( গোল +৯ ) জম্পুইজলা প্লে সেন্টার চার ম্যাচে দশ গোল দিয়েছে । গোল হজম করেছে চারটি ( গোল +৬ ) । যেখানে কিল্লা মর্নিং ক্লাব চার ম্যাচে আট গোল দিয়েছে ( গোল +৪ ) । অন্যদিকে , ত্রিপুরা স্পোর্টস স্কুল তিন ম্যাচে নয় গোল দিয়েছে । আবার গোল হজম করেছে চারটি ( গোল +৫ ) । আগামীকাল খেতাব নির্ণায়ক ম্যাচে স্পোর্টস স্কুলের বিরুদ্ধে জিততে নিজেদের সর্বশক্তি নিয়ে মাঠে ঝাঁপাবে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার তা বলার অপেক্ষা রাখে না । তবে ত্রিপুরা স্পোর্টস স্কুলও ট্রফি জিততে শেষ লড়াই করে যাবে । তবে বড় গোল ব্যবধানে ম্যাচ জিততে পারলেই চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তুলতে পারবে স্পোর্টস স্কুল । আগামীকালের ম্যাচে শক্তির বিচারে ত্রিপুরা স্পোর্টস স্কুলের চাইতে অনেকটা এগিয়ে রয়েছে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার । জুনিয়র ও নতুনদের নিয়ে এবার স্পোর্টস স্কুলের টিম হয়েছে । অন্যদিকে , বিশ্রামগঞ্জ প্লে সেন্টার টিমে জুনিয়র ও সিনিয়র অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলারদের নিয়ে গড়া হয়েছে । এদিকে , আগামীকাল ম্যাচ শেষে মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে । চ্যাম্পিয়ন দলকে পনেরো হাজার টাকা ও রানার্স দলকে দশ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি দেওয়া হবে । উপস্থিত থাকবেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ।

Dainik Digital

Recent Posts

প্রস্টেড ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সার তার শরীরের হাড়ে ছড়িয়ে…

23 hours ago

প্রয়াত বিজ্ঞান জাদুঘরের পুরোধা সরোজ ঘোষ!!

অনলাইন প্রতিনিধি :-বিজ্ঞান জাদুঘর আন্দোলনের বিশিষ্ট মুখ সরোজ ঘোষ প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯…

23 hours ago

পরমাণু যুদ্ধের আশঙ্কা কোথায়!!

ভারত-পাকিস্তানের সংঘর্ষ বিরতি লইয়া বিশ্বের এক নম্বর প্রভু ডোনাল্ড ট্রাম্প বারংবার আউড়াইতেছেন,তাহার কারণে বিশ্ব একটি…

24 hours ago

মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত:- কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কেন্দ্রীয় মৎস্য, ডেয়ারি,পশু প্রতিপালন এবং পঞ্চায়েতি রাজ দপ্তরের…

24 hours ago

টিটাগড়ে আবাসনের ফাঁকা ফ্ল্যাটে ভয়ঙ্কর বিস্ফোরণ!!

অনলাইন প্রতিনিধি :-সাতসকালে ভয়াবহ বিস্ফোরণ টিটাগড়ে। ৪ নম্বর ওয়ার্ডের একটি আবাসনের চারতলায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের…

24 hours ago

সেনার জন্য গর্বিত দেশ: রতন!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার পড়ন্ত বিকেলে গোটা মোহনপুর জুড়ে দেশ প্রেমের উত্তাল হাওয়া বইতে শুরু করে।…

1 day ago