নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!
মহিলা ফুটবলের জন্য রাজ্যদলের প্রস্তুতি শুরু
আসামের গুয়াহাটিতে আয়োজিত অনুর্ধ্ব ১৭ জাতীয় জুনিয়র মহিলা ফুটবল আসরে অংশগ্রহণের লক্ষ্যে রাজ্যদল গঠনের প্রক্রিয়া চলছে । বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুলের মাঠে ফুটবলারদের অনুশীলন চলছে । প্রতিদিন সকাল ও বিকাল দু’বেলা অনুশীলন চলছে । বর্তমানে একুশজন ফুটবলার রয়েছে ক্যাম্পে । যাদের মধ্যে ত্রিপুরা স্পোর্টস স্কুলের সাতজন , জম্পুইজলার পাঁচজন , খোয়াইয়ের তিনজন , তৈদু , ঊনকোটি , করবুক ও পানিসাগরের একজন করে । যোগেন্দ্রনগরের দুজন ফুটবলার রয়েছে । একুশজনকে নিয়ে আপাতত প্রস্তুতি ক্যাম্প চলছে । আগামীকাল আরও দু তিনজন আসতে পারেন । আগামীকাল থেকে এই ফুটবলারদের মেডিকেল টেস্ট করানোর কাজ শুরু হবে । আগামী চৌদ্দ জুন রাজ্যদল আগরতলা থেকে সড়কপথে গুয়াহাটি যাচ্ছে । কুড়ি জন ফুটবলার এবং সাথে অফিসিয়াল তিনজন । কোচ শোভেনজিৎ সিনহা । অফিসিয়াল সুশান্ত দেববর্মা , ম্যানেজার ধ্রুপতি দেববর্মা ।
টিএফএর সচিব অমিত চৌধুরী জানান , ত্রিশজন ফুটবলারকে সিআরএস করানো হয়েছে । তারপর কুড়িজনের সিএসএস করানো হয়েছে । আগামীকাল থেকে মেডিকেল টেস্ট শুরু হবে । তারপরই চূড়ান্ত দল গঠন করা হবে । প্রসঙ্গত , আগামী পনেরো জুন থেকে আসামের গুয়াহাটিতে অনূর্ধ্ব ১৭ জাতীয় জুনিয়র মহিলা ফুটবল আসরটি শুরু হচ্ছে । ৪ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে হবে তার সমাপ্তি । প্রতিযোগিতায় ত্রিপুরাকে এফ গ্রুপে রাখা হয়েছে । ত্রিপুরারগ্রুপে রয়েছে চণ্ডীগড় , ওড়িশা , মহারাষ্ট্র ও দাদরা নগর হাভেলি । আঠারো জুন গ্রুপের প্রথম ম্যাচে ত্রিপুরার প্রতিপক্ষ মহারাষ্ট্র , কুড়ি জুন দ্বিতীয় ম্যাচে ত্রিপুরার সামনে চণ্ডীগড় , বাইশ জুন তৃতীয় ম্যাচে দাদরা নগর হাভেলির সাথে লড়বে ত্রিপুরা এবং চব্বিশ জুন গ্রুপের চতুর্থ ম্যাচে ত্রিপুরার সামনে ওড়িশা । ঊনত্রিশ এবং ত্রিশ জুন কোয়ার্টার ফাইনাল ম্যাচ । দোসরা জুলাই দুটো সেমিফাইনাল এবং চার জুলাই হচ্ছে ফাইনাল ম্যাচ । এদিকে , টিএফএর যুগ্ম সচিব মনোজ দাস বাইশজনের একটি সম্ভাব্য দল ঘোষণা করেন আজ ।