Categories: খেলা

মহিলা ফুটবল দলের মেডিকেল টেস্ট এখনও হয়নি

এই খবর শেয়ার করুন (Share this news)

আসামের গুয়াহাটিতে অনুর্ধ্ব ১৭ জাতীয় জুনিয়র মহিলা ফুটবল আসর দোরগোড়ায় তখন রাজ্য মহিলা ফুটবলের টিম গঠন নিয়ে এক অদ্ভুত সমস্যার মুখে পড়লো ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন । সম্ভাব্য দলে থাকা ২২ জন ফুটবলারের মেডিকেল টেস্ট এখনও করাতে পারেনি টিএফএ । গত দু’দিন ধরে প্র্যাকটিস লাটে তুলে আইজিএমে মহিলা ফুটবলারদের নিয়ে ছোটাছুটি করলেও এখন পর্যন্ত মেডিকেল টেস্টের যাবতীয় পরীক্ষা নিরীক্ষাই নাকি করা সম্ভব হয়নি । স্বাভাবিক কারণে এই অবস্থায় চূড়ান্ত রাজ্যদল গঠন করা কোনও ভাবেই সম্ভব হচ্ছে না টিএফএ এবং তার নির্বাচক কমিটির পক্ষে । আর এরই মধ্যে ফেডারেশনের বার্তা পেয়ে আরও অস্বস্তিতে পড়লো টিএফএ । আগামীকাল বেলা ১২ টার মধ্যেই চূড়ান্ত দলের তালিকা উদ্যোক্তা ফুটবল ফেডারেশনের কাছে পাঠাতে বলা হয়েছে । তবে এতো কম সময়ে তা কীভাবে সম্ভব এ নিয়ে চিন্তায় পড়লো এখন টিএফএ । কারণ মহিলা ফুটবলারদের মেডিকেল টেস্টের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা এখনও শেষ করা সম্ভব হয়নি ।

গতকালের মতো আজ ও আইজিএমের চক্কর কেটে মেডিকেল টেস্ট না করিয়ে ফিরতে হয়েছে ফুটবলারদের । এই অবস্থায় আগামীকাল বেলা ১২ টার আগে সবার মেডিকেল টেস্ট করিয়ে তারপর রিপোর্ট সংগ্রহ করা কতটা সম্ভব হবে এই বিষয়টি নিয়ে এখন ভাবাচ্ছে টিএফএর কর্মকর্তাদের । যদিও টিএফএর যুগ্ম সচিব মনোজ দাস জানিয়েছেন , আইজিএমে যদি আগামীকাল সকালে মেডিকেল টেস্টের ডেন্টাল পরীক্ষা না হয় তাহলে সেক্ষেত্রে প্রাইভেট কোনও জায়গায় তা করিয়ে নেওয়া হবে । কারণ হাতে আর সময় নেই । আগামীকাল বেলা ১২ টার মধ্যেই চূড়ান্ত দলের তালিকা ফেডারেশনের কাছে পাঠিয়ে দিতে হবে । যেখানে আগামী ১৮ জুন থেকে আসামের গুয়াহাটিতে শুরু হচ্ছে অনুর্ধ্ব ১৭ জাতীয় জুনিয়র মহিলা ফুটবল আসর । আগামী ১৫ জুন গুয়াহাটিতে প্রতিযোগিতা স্থলে গিয়ে টিমগুলোকে রিপোর্ট করতে হবে । এই হিসেব ধরে আগামী ১৪ জুন আগরতলা থেকে সড়ক পথ ধরে গুয়াহাটিতে রাজ্য মহিলা দলের রওনা দেবার কথা রয়েছে । ফলে সব মিলিয়ে টিএফএর হাতে আর মাত্র চারদিন সময় বাকি রয়েছে । এদিকে বিস্ময়কর ঘটনা হলো জাতীয় জুনিয়র মহিলা ফুটবলে আসরে অংশগ্রহণ করতে চলা রাজ্যের সম্ভাব্য দলের মহিলা ফুটবলাররা খালি পায়ে মাঠে প্র্যাকটিস করে যাচ্ছেন । আজ সকালে বাধারঘাটের স্পোর্টস স্কুলের মাঠে গিয়ে এমনটাই ছবি দেখা গেল । খালি পায়ে প্র্যাকটিস করে চলছেন মেয়েরা , যারা দুদিন পর জাতীয় আসরে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

8 hours ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

14 hours ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

1 day ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

1 day ago

পুনরুজ্জীবনের স্বপ্ন অপূর্ণই জুটমিল এখন ভূতুড়ে বাড়ি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…

1 day ago

কাঞ্চনপুরে ভুট্টার রেকর্ড উৎপাদন, বাজারে বিক্রি নেই হতাশায় কৃষক!!

অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…

1 day ago