টিএফএর পরিকল্পনাহীন দায়সারা কাজকর্ম , নেতিবাচক মনোভাব ও উদাসীনতার রাজ্যের মহিলা ফুটবলের অস্তিত্ব আজ সঙ্কটের মুখে এসে ঠেকেছে । এতে ক্রমশই গুরুত্ব হারাচ্ছে মহিলা ফুটবল । টিএফএর ভুল চিন্তাধারার কারণে ডুবছে মহিলা ফুটবল । আগে যেখানে মহিলা লীগ ও নকআউট ফুটবল টুর্নামেন্ট ঘিরে একটা আলাদা আকর্ষণ ও ফুটবলপ্রেমীদের মধ্যে একটা উন্মাদনা ছিল তা এখন হারিয়ে গেছে । মহিলা ফুটবল নিয়ে সেই আকর্ষণ দেখা যায় না এখন । মহিলা লীগ ফুটবলে অংশগ্রহণকারী টিমের সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে আগে যেখানে আট থেকে দশটি টিম খেলতো সে জায়গায় এখন ধরেবেঁধে পাঁচটি টিমের অংশগ্রহণ রাজ্য ফুটবল সংস্থায়। এর মধ্যে বিস্ময়কর ঘটনা হলো যে , পুলিশের মহিলা ফুটবল টিম মহিলা ফুটবলের সূচনা থেকে নিয়মিত খেলে আসতো । আজ সেই পুলিশ টিমও ময়দানে নামছে না । যে পুলিশের মহিলা ফুটবল টিম মহিলা লীগ ও নকআউট ফুটবলে নিয়মিত চ্যাম্পিয়ন এবং রানার্স খেতাব নিজেদের দখলে রাখতো সেই পুলিশ টিম এখন উধাও । গত বছর মহিলা লীগ ও নকআউট ফুটবলে খেলেনি তারা । এ বছরও টিএফএর মহিলা লীগ ও নকআউট ফুটবলে পুলিশের মহিলা টিম খেলছে না । অন্যদিকে , উমাকান্ত কোচিং সেন্টার ও মহাত্মা গান্ধী প্লে সেন্টার এই দুটো টিমও এবার খেলছে না । যেখানে উমাকান্ত কোচিং সেন্টার নিয়মিত মহিলা লীগ ও নকআউট ফুটবলে খেলতো আগে । টিএফএর সাথে ঝামেলার জেরে মহাত্মা গান্ধী প্লে সেন্টারও আজ মহিলা ফুটবল থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে নিজেদের । টিএফএর নেতিবাচক মনোভাব ও চিন্তাভাবনার কারণে আজ মহিলা ফুটবলের টিমগুলো একে একে এভাবে হারিয়ে যাচ্ছে । তার পাশাপাশি টিএফএর তরফে কোনওরকম আর্থিক সহযোগিতা বা অন্যান্য সুবিধা না পেয়ে অনেক মহিলা ফুটবলার খেলা ছেড়ে দিয়েছে । ফলে অনেক ক্লাব বা কোচিং সেন্টার ইচ্ছা করলেও ভালো টিম করতে পারছে না । এককথায় মহিলা ফুটবলের অস্তিত্ব আজ সত্যিই সঙ্কটের মুখে । এর প্রভাব পড়েছে জাতীয় বা আঞ্চলিকস্তরে রাজ্য থেকে টিম পাঠানোর ক্ষেত্রে । একমাত্র ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং পুলিশের জনাকয়েক মহিলা ফুটবলারদের নিয়ে ধরেবেঁধে রাজ্য টিম করতে হয় । আগামী ছাব্বিশ আগষ্ট থেকে মহিলা লীগ ফুটবল আসর শুরু হচ্ছে । এতে পাঁচটি টিম খেলবে বলে ঠিক হয়েছে । তা হচ্ছে জম্পুইজলা প্লে সেন্টার , কিল্লা মর্নিং ফুটবল ক্লাব , ত্রিপুরা স্পোর্টস স্কুল , চলমান সংঘ ও বিশ্রামগঞ্জ প্লে সেন্টার । তৈদুবাড়ি প্লে সেন্টারও মুঙ্গিয়াকামী প্লে সেন্টারও এবার মাঠের বাইরে। সব মিলিয়ে এবারের মহিলা লীগ ও নকআউট ফুটবলের আকর্ষণ অনেকটাই কমছে বলা যায় । তা শুধুই টিএফএর সৌজন্যতায় । শত চেষ্টা করে এবারও ত্রিপুরা মহিলা পুলিশ ফুটবল টিমটাকে মাঠে নামাতে পারেনি টিএফএ । আগামী ছাব্বিশ আগষ্ট চলমান সংঘ বনাম জম্পুইজলা প্লে সেন্টার ম্যাচ দিয়ে মহিলা লীগ ফুটবল আসর শুরু করছে টিএফএ । তবে যা খবর যে পাঁচটি টিম এবার মহিলা লীগ ফুটবল আসরে খেলছে তারা খেলার জন্য সে রকম প্রস্তুত নয়।
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…
অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…